Sonarpur: যতদিন সম্পত্তি মায়ের নামে, ততদিন বিশাল খাতির-যত্ন, সম্পত্তি ছেলেকে লিখে দিতেই মায়ের চোখে কালশিটে, কপালে ক্ষত

Satyajit Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 25, 2024 | 10:20 AM

Sonarpur: নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা অনিতা দাসের বয়স ষাট পেরিয়েছে। তাঁর এক ছেলে ও এক মেয়ে ৷ মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ তিনি নিজের শ্বশুরবাড়িতেই থাকেন ৷ একই বাড়িতেই থাকতেন ছেলে বিশ্বজিৎ বৌমা টুম্পা, নাতি ও নাতনি ৷ 

Sonarpur: যতদিন সম্পত্তি মায়ের নামে, ততদিন বিশাল খাতির-যত্ন, সম্পত্তি ছেলেকে লিখে দিতেই মায়ের চোখে কালশিটে, কপালে ক্ষত
আক্রান্ত বৃদ্ধা
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা:  মায়ের থেকে সম্পত্তি লিখিয়ে নেওয়ার জন্য অনেকদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল। তখন অবশ্য ছেলে বউমার ব্যবহার ছিল অত্যন্ত মধুর। আগে কিছুই বুঝে উঠতে পারেননি বৃদ্ধা। সম্পত্তি তো ছেলেরই হবে, সে আগে কী পরে! তাই দেরি না করে ছেলের নামে সম্পত্তি লিখেই দিয়েছিলেন বৃদ্ধা। আর সেটাই হল কাল। সম্পত্তি লিখে দেওয়ার পর থেকেই ছেলে বউমার আচরণে বদল আসতে থাকে বলে অভিযোগ। সোমবার রাতে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরে ৷ এই ঘটনায় রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্ত মায়ের ৷ মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা অনিতা দাসের বয়স ষাট পেরিয়েছে। তাঁর এক ছেলে ও এক মেয়ে ৷ মেয়ের বিয়ে হয়ে গিয়েছে ৷ তিনি নিজের শ্বশুরবাড়িতেই থাকেন ৷ একই বাড়িতেই থাকতেন ছেলে বিশ্বজিৎ বৌমা টুম্পা, নাতি ও নাতনি ৷  বৃদ্ধার বক্তব্য, সম্প্রতি সম্পত্তি নিজের নামে করিয়ে নেন ছেলে ৷ তারপর থেকে খাওয়া-দাওয়া ঠিকমতো দিত না বলেও অভিযোগ ৷ ব্যাগের মধ্যে গচ্ছিত টাকাও নিয়ে নেন বলে অভিযোগ ৷

তারপর সোমবার রাতে মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে ছেলের বিরুদ্ধে ৷ মারধর করার অভিযোগ ৷ মেরে মায়ের কপাল ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আক্রান্ত বৄদ্ধা রাতেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান ৷ বৄদ্ধার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

Next Article