ভাঙড়: লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে বড় সারপ্রাইজ পেলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। যাদবপুরের ভোট রয়েছে একেবারে শেষ পর্বে। সপ্তম দফায়। তার আগে রবিবাসরীয় প্রচারে ভাঙড়ে জনসংযোগে গিয়েছিলেন বামেদের যুব নেতা। আজ, ১২ মে সৃজনের জন্মদিন। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে জন্মদিনের শুভেচ্ছাবার্তাও নিশ্চয়ই এসেছে সকাল থেকে। যদিও সৃজন বলছেন, এই বয়সে আলাদা করে জন্মদিন পালনের কিছু নেই। তবে এসবের মধ্য়েই আজ ভোটে প্রচারে বেরিয়ে চরম ‘সারপ্রাইজ’ পেলেন বাম প্রার্থী।
রবিবাসরীয় প্রচারে বেরিয়ে ভাঙড়ে দলীয় কর্মী-সমর্থকদের আবদার মেটাতে জন্মদিনের কেক কাটলেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন ভাঙড়ের বামনঘাটা এলাকায় ভোটের প্রচারে গিয়েছিলেন তিনি। সেই সময় প্রচার থামিয়েই দলীয় কর্মীদের আনা কেক কাটলেন তিনি। কেকের উপরেও কাস্তে-হাতুড়ি। জন্মদিনের শুভেচ্ছা-সহ কেকের উপর লেখা, ‘যাদবপুরে এবার সৃজন’। তাঁদের আবদার রাখতে প্রচারের ফাঁকে কেক কাটলেন তিনি। বাম কর্মী-সমর্থকদের ভালবাসা পেয়ে আপ্লুত সৃজনও।
কেক কাটার পর যাদবপুরের বাম প্রার্থী বলেন, “জন্মদিন আলাদা করে পালন করার বয়সও নেই। সকাল থেকেই প্রচার করছি। আজ ভাঙড়ের কমরেডরা হঠাৎ সারপ্রাইজের মতো এক জায়গায় থামিয়ে কেক কেটেছেন। আমি জানতাম না। খুবই ভাল লেগেছে। আমি আপ্লুত। যখনই এখানে আসি, ভাঙড়ের মানুষ ভালবাসায় ভরিয়ে দেন। আমি শুধু কমরেডদের বলেছি, চার তারিখ এর থেকেও বড় কেক কাটব।”