Polerhat: মদের আসরে বিবাদ, ঘাড়ে ধারাল অস্ত্রের কোপ; বাড়িতে অগ্নিসংযোগ

Polerhat: রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে এলাকার লোকজন। এরপরই বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ।

Polerhat: মদের আসরে বিবাদ, ঘাড়ে ধারাল অস্ত্রের কোপ; বাড়িতে অগ্নিসংযোগ
অগ্নিসংযোগ বাড়িতে। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Sep 27, 2024 | 12:44 PM

ভাঙড়: মদের আসরে ধারাল দাঁয়ের কোপ মারার অভিযোগ। আর তারপরই অভিযুক্তকে পাল্টা গণপিটুনির অভিযোগ উঠল পোলেরহাটে। অভিযুক্তকে গণপিটুনির পাশাপাশি তিনটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ভাঙড়ের পোলেরহাট থানার স্বস্ত্যয়নগাছি মণ্ডল পাড়া। সেখানেই মদের আসর বসেছিল বলে অভিযোগ। দুই ব্যক্তি একসঙ্গে বসে সেখানে মদ্যপান করছিলেন। সেই আসরেই বচসা বেধে যায়। অভিযোগ, সে সময় একজন ধারাল অস্ত্র বের করে অপরজনের ঘাড়ে কোপ বসায়।

রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান ওই ব্যক্তি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে এলাকার লোকজন। এরপরই বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার পুলিশ।

জিরানগাছা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আক্রান্তকে। পরে দু’জনকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়। অন্যদিকে ক্ষোভে ঘটনায় অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। নিমেষের মধ্যে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পোলেরহাট থানার পুলিশ।