
ঠাকুরপুকুর: ব্যবসায়ীর বাড়িতে চুরি। নগদ প্রায় ২৪ লক্ষ টাকা চুরি গেল তাঁর বাড়ি থেকে। শুধু তাই নয়, তিন ভরি সোনার গহনাও নিয়ে পালিয়ে গিয়েছে চোরের দল। চাঞ্চল্যকর ঘটনাটি ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা চন্ডিগড়ে।
যার বাড়িতে চুরি গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম শাহারউদ্দিন সাঁপুই। জানা গিয়েছে, রবিবার শাহারুদ্দিন তাঁর শ্বশুরবাড়ি গিয়েছিলেন। শাশুড়ি মায়ের অবস্থা ভাল ছিল না বলে তিনি দেখতে সস্ত্রীক দেখতে যান তাঁকে। বাড়িতে কেউ ছিল না। শুধু মাত্র দুই ছেলে ছাড়া। যদিও ওই ব্যবসায়ীর দাবি, ভোর রাতে কাপড় ব্যবসার জন্য হাটে গিয়েছিল তারাও। আর সেই সুযোগটাই কাজে লাগায় দুষ্কৃতীরা।
আজ সকালে পরিবারে অন্যান্য লোকজন দেখতে পায় ওই ব্যবসায়ী বাড়ির দরজার তালা ভাঙা অবস্থা পড়ে রয়েছে। তখনই সন্দেহবসত খবর দেওয়া হয় তাঁকে। বাড়িতে ফিরে দেখেন আলমারি লকার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় কালিতলা থানায়। মধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। শাহারউদ্দিন জানান, আলমারির লকার ভেঙে ২৪ লক্ষ টাকা, তিন ভরি সোনা চুরি গিয়েছে। ব্যাঙ্কের লোন মেটানোর জন্যই তিনি ওই টাকা তুলে রেখেছিলেন।