CPM-TMC: নামটাও থাকবে না! রাতের অন্ধকারে তৃণমূল এমন কাজ করল যে থানায় ছুটল বাম নেতৃত্ব

Satyajit Mondal | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 10, 2025 | 9:38 AM

Bhangar: সিপিএম-এর এরিয়া কমিটির সদস্য উৎপল মণ্ডল বলেন, "আমরা যেদিন দেওয়াল লিখতে গিয়েছিলাম সেই দিন তৃণমূলের গুণ্ডাবাহিনী আসে। তারপর এসে তারা হুমকি দেয়। ধাক্কা মারে। পাল্টা প্রতিরোধ করি।"

CPM-TMC: নামটাও থাকবে না! রাতের অন্ধকারে তৃণমূল এমন কাজ করল যে থানায় ছুটল বাম নেতৃত্ব
ভাঙড়ে কী হচ্ছে?
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পোলেরহাট: যাদবপুর-কাণ্ডের পর ফের নতুন করে সিপিএম-তৃণমূলের ঝামেলা দ্বন্দ্ব শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় সিপিএম কর্মীদের পার্টি অফিস ভাঙচুর থেকে শুরু করে তাঁদের হেনস্থার অভিযোগ এসেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সব ক্ষেত্রেই শাসকদল সেই অভিযোগ অস্বীকার করেছে। এবারের ঘটনাস্থল ভাঙল। সেখানে সিপিএম-এর দেওয়াল লিখনে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। শুধু তাই নয়, গোটা দেওয়াল থেকে সিপিএম-এর ‘নাম-নিশান’ মিটিয়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গোটা বিষয়টি ঘটনাটি ঘটেছে কলকাতা পুলিশের পোলেরহাট থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া এলাকায়।

সিপিএম-এর অভিযোগ, অবেঁওতা ২ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সিপিএম-এর লেখা দেওয়াল মুছে দিয়েছে। দেওয়ালটিতে লেখা ছিল ‘ব্রিগেড চলো’। এমনকী সিপিএমের প্রতীকটুকুও মুছে দেওয়া হয়েছে। এরপরই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিএম নেতৃত্ব। যদিও, বিষয়টি মিথ্যা বলে অভিযোগ। সেই অভিযোগের কোনও অস্তিত্ব নেই বলে জানান তৃণমূল নেতা বাহারুল ইসলাম।

সিপিএম-এর এরিয়া কমিটির সদস্য উৎপল মণ্ডল বলেন, “আমরা যেদিন দেওয়াল লিখতে গিয়েছিলাম সেই দিন তৃণমূলের গুণ্ডাবাহিনী আসে। তারপর এসে তারা হুমকি দেয়। ধাক্কা মারে। পাল্টা প্রতিরোধ করি। এরপর দেওয়াল লিখে চলে আসার পর গতকাল রাতে তৃণমূল আমাদের লেখা দেওয়াল মুছে দিয়েছে। আমরা ওদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। কেন সিপিএম পার্টি ভাঙড়ে দেওয়াল লিখতে পারবে না? এই রকম অরাজকতা কতদিন চলতে পারে?”

Next Article