
ভাঙড়: ভরসন্ধ্যায় চাঞ্চল্যকর ঘটনা ভাঙড়ে। খুন ভাঙড়ের চালতাবেড়িয়ার গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা রজ্জাক খাঁ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত রজ্জাক খাঁ। তাঁর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, এদিন ভাঙড় থেকে বাড়ি ফিরছিলেন রজ্জাক খাঁ। আচমকা কয়েকজন দুষ্কৃতী তাঁকে গুলি করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রজ্জাক। সেখানেই তাঁর মৃত্যু হয় বলেও জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
গুলি করার পাশাপাশি নৃশংসভাবে কোপানো হয়েছে বলেও অভিযোগ বিধায়ক শওকত মোল্লার। আইএসএফ-এর দিকে আঙুল তুলেছেন তিনি। শওকত মোল্লা জানান, বৃহস্পতিবার তৃণমূলের পরপর দুটি বৈঠকে যোগ দিয়েছিলেন রজ্জাক। সেই মিটিং শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি।
সরাসরি আইএসএফ বিধায়কের নাম নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, “নওশাদ সিদ্দিকীর মদতে খুন করা হয়েছে। বিকেল থেকে দুটো মিটিং শেষ করে বাড়ি ফিরছিল রজ্জাক। তাকে গুলি করে, কুপিয়ে খুন করা হয়েছে। আসলে ভাঙড় এলাকায় অদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এইসব কাজ করছে। পুলিশকে বলব, অবিলম্বে এই সমাজবিরোধীদের গ্রেফতার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।