
বজবজ: সাতসকালে শুটআউট। আহত খোদ শাসক দলের নেতা। ঘটনা বজবজের ডোঙ্গারিয়া দক্ষিণ রায়পুর এলাকার। তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালায় এক দল দুষ্কৃতী।
ইতিমধ্যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পিঠে ও বুকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই তৃণমূল নেতা। শুরু হয়েছে চিকিৎসা। আশঙ্কাজনক অবস্থা বলেই খবর হাসপাতাল সূত্রে।
এদিন বেলা ১১টা নাগাদ নিজের কাজে বেরিয়ে ছিলেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি কৃষ্ণ মণ্ডল। কিন্তু কেই বা জানত, বাইরে এত বড় বিপদ অপেক্ষা করছে তার জন্য। বাইক চেপে এসে তৃণমূল নেতাকে আক্রমণ করে তিন দুষ্কৃতী। সাতসকালে প্রকাশ্যে এলাকার মোড় মাথায় শাসকদলের নেতাকে লক্ষ্য করে গুলি চালায় তারা। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্দ্যোগে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই তৃণমূল নেতাকে। খবর দেওয়া হয় তাঁর পরিবারকেও।
তবে কী কারণে এমন গুলিকাণ্ড? কোনও প্রকার গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে গিয়েছিলেন কি এই তৃণমূল নেতা? সেই প্রসঙ্গে আপাতত কূলকিনারা মেলেনি বললেই চলে। ঘটনায় মুখ খোলেনি তার পরিবারও। তবে স্থানীয় সূত্রে খবর, এলাকায় বরাবরই দাপুটে নেতা হিসাবে পরিচিতি রয়েছে কৃষ্ণ মণ্ডলের। তাঁর অনুরাগীদের দাবি, এটাই প্রথম নয়, এর আগেও একবার গুলিবিদ্ধ হয়েছিলেন কৃষ্ণ মণ্ডল।
উল্লেখ্য, বাংলার বুক যেন এখন বন্দুক রাজ। পুলিশকে লক্ষ্য করে ‘বন্দি’ সাজ্জাকের গুলি চালানোর পর থেকেই যেন রাজ্যজুড়ে বাড়তি সাহস পেয়ে গিয়েছে দুষ্কৃতীরা, দাবি ওয়াকিবহাল মহলের। এর আগেও মালদার কালিয়াচক এলাকায় কিছু দুষ্কৃতীকে ধরতে গিয়ে স্থানীয়দের সঙ্গে বাঁধে গোলমাল। আর সেই ফাঁকে পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায় গোলমালকারীরা।