দক্ষিণ ২৪ পরগনা: ‘আগামী ১ তারিখ জনগণের হাতে হতে হবে বন্দি। পয়লা এপ্রিলে এপ্রিল ফুল তো করতেই হবে।’ সোমবার দক্ষিণ ২৪ পরগনার জনসভা থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জনসভা থেকে বিজেপি (BJP)- কে উদ্দেশ্য করে অভিষেকের হুঁশিয়ারি, “এখনও সাত দফা ভোট বাকি। আট দফায় এদের দফারফা করতে হবে।”
ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, “প্রথম দফায় বহিরাগতদের মানুষ গণতান্ত্রিক ভাবে হাত ভেঙে দিয়েছে। দ্বিতীয় দফায় পা ভাঙবে। তৃতীয় দফায় ঘাড় ভাঙবে। চতুর্থ দফায় কোমর ভাঙবে, পঞ্চম দফায় ভাঙবে হাঁটু। ষষ্ঠ সপ্তম ও অষ্টম দফায় বাকি যেগুলো অবশিষ্ট আছে সেগুলো ভেঙে আগামী ২ তারিখ বহিরাগদের খাটে তোল বলে বিসর্জনটা করে দেবে বাংলার মানুষ।”
এদিন কাকদ্বীপের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী মন্টুরাম পাখিরার সমর্থনে ৫ নম্বরহাট ফুটবল মাঠে একটি নির্বাচনী জনসভার করেন অভিষেক। সেখান থেকে তাঁর মন্তব্য, “গোখলে বলেছিলেন হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আমি বলি হোয়াট দক্ষিণ ২৪ পরগনা থিঙ্কস টুডে, দ্যা এন্টায়ার বেঙ্গল থিঙ্কস টুমরো।” পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার ও বাংলার তৃণমূল সরকারের মধ্যে ফারাক বোঝাতে অভিষেকের মন্তব্য, “মাথায় রাখবেন, একদিকে ফাঁকা ভাষন আরেক দিকে রয়েছে থালা ভর্তি রেশন। একদিকে উন্নয়ন আরেকদিকে অনাচার। একদিকে সাম্প্রতিক দাঙ্গা আর উস্কানি অন্যদিকে অগ্রগতি, প্রগতি, শান্তি। একদিকে বহিরাগত নেতা অন্যদিকে বাংলার মেয়ে।”’
সভামঞ্চ থেকে বিজেপির ইস্তাহারের সমালোচনা করেন তৃণমূল সাংসদ। বলেন, “বিজপির প্রতিশ্রুতি আর ইস্তাহার হল অডিয়ো ক্যাসেটের মত। চালাবেন, খালি কানে শুনতে পাবেন কিন্তু চোখে দেখতে পাবেন না। আর তৃণমূলের প্রতিশ্রুতি আর ইস্তাহার হলো হাই-কোয়ালিটি ডিভিডি, আপনি শুনতেও পাবেন আর দেখতেও পাবেন। মমতা ব্যানার্জি যা বলেন বাস্তবে তার প্রতিফলন হয়েছে।”
আরও পড়ুন: শুভেন্দুর হয়ে ভোট করাতে নন্দীগ্রামে সমাজবিরোধীদের আখড়া! কমিশনের দ্বারস্থ তৃণমূল
ভোট যত এগিয়ে এসেছে ততই বঙ্গ বিজেপির হয়ে প্রচারে ভিড় করছেন কেন্দ্রীয় নেতারা। তৃণমূলের তরফে ‘বহিরাগত’ বলেও একাধিকবার তাঁদেরকে কটাক্ষ করতে শোনা গিয়েছে। ভোটে প্রচার ও বিজেপির সংগঠনের বিস্তার ঘটাতে বাংলায় পড়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিঁধে অভিষেক বলেন, ২০ দিন আগে নিত্যানন্দ রায় ক্যাম্প করে বসে আছেন বিজেপিকে জেতাতে হবে বলে। কিন্তু এই রাজ্যটা গুজরাট বা মধ্যপ্রদেশ নয়। এই জেলার নাম দক্ষিণ ২৪ পরগনা আর রাজ্যের নাম পশ্চিমবঙ্গ।