ভাঙড়ে তৃণমূল-আইএসএফ ‘দ্বন্দ্ব’, আশঙ্কাজনক চারজনকে পাঠানো হল পিজিতে

Mar 25, 2021 | 10:41 PM

ভোটের মুখে বারবার উত্তপ্ত হচ্ছে ভাঙড় (Bhangar)। উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। কেন্দ্রীয় বাহিনী নামানোর পরও কেন এভাবে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

ভাঙড়ে তৃণমূল-আইএসএফ দ্বন্দ্ব, আশঙ্কাজনক চারজনকে পাঠানো হল পিজিতে
ফাইল চিত্র।

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: এলাকা দখল ঘিরে গোলমালের অভিযোগ উঠল ভাঙড়ের (Bhangar) কাশীনাথপুরে। ঝামেলায় নাম জড়িয়েছে আব্বাস সিদ্দিকির আইএসএফ ও তৃণমূলের। ঘটনায় দু’পক্ষের ১২ জন আহত হয়েছেন বলে খবর। বৃহস্পতিবারের এই ঘটনার পরই কাশীনাথপুরে পৌঁছয় ভাঙড় থানার বিশাল পুলিশবাহিনী।

ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী সাহাবুদ্দিন সিরাজি এদিন ভাঙড়ের চন্দনেশ্বর-১ গ্রামপঞ্চায়েত এলাকার কাশীনাথপুরে নির্বাচনী প্রচার করছিলেন। তৃণমূলের অভিযোগ, সেই সময় আব্বাস অনুগামীরা তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলেন। প্রতিবাদ করায় আইএসএফ কর্মীরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ তৃণমূলের।

আরও পড়ুন: ক্ষোভ-অভিমান দূরে ঠেলে শীর্ষ নেতৃত্বের পছন্দকেই মান্যতা, ‘বিজেপিকে জেতাতে’ এককাট্টা হয়ে লড়ার বার্তা

ঘটনায় চারজনের মাথা ফেটে যায়। আহতদের নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও আইএসএফ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা তাদের দাবি, নির্বাচনী প্রচার চলাকালীন তাদের উপরই তৃণমূল হামলা চালায়। এখন মিথ্যা ফাঁসানো হচ্ছে।

Next Article