Bengal Migrant Worker Harassed: ‘এক ডাকে অভিষেকে’ ফোন করতেই হল কাজ, পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে ফিরিয়ে আনা হল বাংলায়

South 24 parganas: সাইফুল জানান, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দেগে দেন স্থানীয় বাসিন্দারা। এমনকী, পুলিশের তরফেও নানা ভাবে হেনস্থা শুরু হয়। অভিযোগ, বাইরে বেরলে মারধরও করা হয়। কার্যত বেরনো বন্ধ হয়ে যায় সাইফুলদের।

Bengal Migrant Worker Harassed: এক ডাকে অভিষেকে ফোন করতেই হল কাজ, পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে ফিরিয়ে আনা হল বাংলায়
পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 23, 2025 | 8:29 PM

বিষ্ণুপুর: চোদ্দ বছর ধরে কাজ করছিলেন মুম্বইয়ের একটি কারখানায়। কিন্তু ক্রমাগত হেনস্থার জেরে ছাড়তে হয় সেই চেনা জায়গা। শেষে অনেক কষ্টে পরিবার নিয়ে পালাতে হয় বিষ্ণুপুরের শ্রমিক সাইফুল শেখকে। বৃহস্পতিবার কোনওরকমে এলাকায় ফিরেছেন তিনি।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের কুলেরহাটি পঞ্চায়েতের সর্দার পাড়ার বাসিন্দা বছর চল্লিশের সাইফুল। প্রায় চোদ্দ বছর আগে মুম্বইয়ের দাদরে যান। সেখানে কারখানায় কাজে যোগ দেন। ভাড়া বাড়িতে স্ত্রী ও বছর তেরোর ছেলেকে নিয়ে থাকতেন। কিন্তু সমস্যা শুরু হয় সম্প্রতি।

সাইফুল জানান, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দেগে দেন স্থানীয় বাসিন্দারা। এমনকী, পুলিশের তরফেও নানা ভাবে হেনস্থা শুরু হয়। অভিযোগ, বাইরে বেরলে মারধরও করা হয়। কার্যত বেরনো বন্ধ হয়ে যায় সাইফুলদের। ওখানে থাকার জন্য পুলিশ মাথা পিছু ৫০ হাজার করে টাকা চায় বলে তাঁর দাবি। এসবের জেরে কারখানা বন্ধ করে দেন মালিক। কাজ বন্ধ, সঞ্চিত অর্থও প্রায় শেষ হয়ে যায় সাইফুলদের। বাড়িওয়ালাও ঘর ছেড়ে দিতে বলেন। বাংলার বেশ কিছু শ্রমিক ছিলেন সেখানে। বেশিরভাগই একা থাকতেন। সকলেই যে যার মত লুকিয়ে ফেরার রাস্তা ধরেন। কিন্তু পরিবার থাকায় আটকে যান সাইফুল।

শেষ পর্যন্ত সপ্তাহ খানেক আগে পরিবার নিয়ে লুকিয়ে লোকাল ট্রেনে চড়েন। দাদর থেকে কয়েক ঘণ্টার দূরত্বে কল্যাণে তাঁর চেনা দু’-একজন ছিল। সেখানেই এসে নামেন। তবে সেখানেও থাকার জায়গা মেলেনি। এরপর গত সোমবার এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘এক ডাকে অভিষেক’ প্রকল্পের নম্বর জোগাড় করে সমস্যার কথা জানান সাইফুল।

সঙ্গে-সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করেন এলাকার জেলা পরিষদ সদস্য বাবান গাজি। তিনি কিছু টাকা পাঠান। ট্রেনে উঠে পড়তে বলেন। পরিবার নিয়ে মঙ্গলবারই ট্রেনে উঠে পড়েন সাইফুল। টিকিট কাটার সুযোগও পাননি। কোনওরকমে প্ল্যাটফর্ম টিকিট কেটেই ট্রেনে চাপেন। বৃহস্পতিবার এলাকায় ফেরেন তিনি।

সেখানকার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনও আতঙ্কিত শোনায় সাইফুলের গলা। তিনি বলেন, “চোদ্দো বছর দাদরে আছি। চেনা লোকজন এভাবে বদলে যাবেন ভাবতে পারিনি। শেষপর্যন্ত পালাতে হল। শেষ পর্যন্ত এক ডাকে অভিষেকে ফোন করি। ওরাই সাহায্য করেন। ফেরার পরে স্থানীয় নেতৃত্ব দেখা করেছেন। কিছু টাকা দিয়েছেন। কিন্তু তাতে আর কতদিন চলবে?” আবার ফিরবেন ভিন্ রাজ্যে? সাইফুল বলেন, “এলাকায় কাজ নেই। কিন্তু বাইরে যাওয়ারও আর ইচ্ছা নেই। বাইরে গিয়ে মার খাওয়ার থেকে এলাকায় ভিক্ষা করে খাব।”

বিষ্ণুপুরের বিধায়ক তথা মন্ত্রী দিলীপ মণ্ডল বলেন, “আগেও এলাকার একাধিক শ্রমিককে ফেরানো হয়েছে। এক্ষেত্রেও খবর পেয়েই ওই শ্রমিককে ফেরানোর ব্যবস্থা করি। বাংলা বলায় এভাবে হেনস্থা কাম্য নয়।”