Panchayat Election: ভোটের সময় পেরিয়ে যাওয়ার পর ভাঙড়ে পৌঁছল পঞ্জাব পুলিশের বাহিনী

Sourav Dutta | Edited By: Soumya Saha

Jul 08, 2023 | 9:21 PM

Bhangar: আজ দুপুরে তাঁরা এসে পৌঁছেছেন কলকাতায়। ট্রেনে চেপে এসে কলকাতা টার্মিনাল স্টেশনে এসেছেন দুপুর ১২ টারও পরে। তারপর সেখান থেকে বাসে চেপে কাশীপুর থানায় আসেন। ততক্ষণে বিকেল পাঁচটা বেজে গিয়েছে।

Panchayat Election: ভোটের সময় পেরিয়ে যাওয়ার পর ভাঙড়ে পৌঁছল পঞ্জাব পুলিশের বাহিনী
পঞ্জাব পুলিশ
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

ভাঙড়: ঘড়ির কাঁটায় তখন পাঁচটা পেরিয়ে গিয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী ভোট শেষ। আর তখন ভাঙড়ে এসে পৌঁছলেন ভোট সামলানোর দায়িত্ব পাওয়া পঞ্জাব পুলিশের বাহিনী। আজ দুপুরে তাঁরা এসে পৌঁছেছেন কলকাতায়। ট্রেনে চেপে এসে কলকাতা টার্মিনাল স্টেশনে এসেছেন দুপুর ১২ টারও পরে। তারপর সেখান থেকে বাসে চেপে কাশীপুর থানায় আসেন। ততক্ষণে বিকেল পাঁচটা বেজে গিয়েছে। তারপরও অনেকটা সময় কাশীপুর থানাতেই বসিয়ে রাখা হয় তাঁদের। সন্ধে সাতটা পর্যন্ত দেখা গেল পঞ্জাব পুলিশের অনেক কর্মীই বাসেই বসে রয়েছেন। জানা যাচ্ছে, গত ৫ জুলাই পঞ্জাব পুলিশের ওই দল রওনা দিয়েছিল বাংলার উদ্দেশে। কিন্তু ট্রেন দেরি হওয়ায় ভোটের দিন দুপুর ১২টা বেজে যায় তাঁদের কলকাতায় ঢুকতে ঢুকতে।

তারপর সন্ধে সাতটার সময়েও কাশীপুর থানার বাইরে বাসে বসে থাকলেন তাঁরা। সেখানে পঞ্জাব পুলিশের সাব ইন্সপেক্টর বলবিন্দর সিং বলছেন, আজ দুপুর একটা-দেড়টা নাগাদ কলকাতা স্টেশনে এসে পৌঁছেছি। ঘণ্টা দুয়েক হল থানায় পৌঁছে গিয়েছি। তারপর থেকে বাসেই বসে।’ পঞ্জাব পুলিশের ওই সাব ইন্সপেক্টর জানালেন, তাঁদের কয়েকজনকে ভোটের ডিউটিতে পাঠানো হয়েছে। বাকিদের যেভাবে যেভাবে ডিউটি দেওয়া হবে, সেভাবে তাঁরা যাবেন। আপাতত তাঁরা পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছেন। কয়েকজন পুলিশকর্মীর মধ্যে অসন্তোষও দেখা গেল। পঞ্জাব পুলিশের এক কর্মী বলছেন, ‘রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এখনও কিছু বন্দোবস্ত হয়নি। কোথায় যাবেন, কোথায় থাকবেন জানি না।’

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের শুরু থেকেই বাহিনীর দেখা না পাওয়া যাওয়া নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোটারদের বিক্ষিপ্ত অভিযোগ উঠে এসেছে। আর এমন অবস্থায় ভাঙড়ে দেখা গেল, ভোটের সময় পেরিয়ে যাওয়ার পর সেখানে গিয়ে পৌঁছল পঞ্জাব পুলিশের বাহিনী।

Next Article