ভাঙড়: এক গৃহবধূর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক পাতিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে কাশীপুর (Kashipore) থানার পুলিশ। অভিযোগ, ওই গৃহবধূর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাঁকে অন্যত্র নিয়ে যান অভিযুক্ত। সেখানে তিন চারদিন লাগাতার ধর্ষণ করা হয় তাঁকে। এরপরই কাশীপুর থানায় অভিযোগ দায়ের হয়।। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। ধৃতকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
স্থানীয় সূত্রে খবর, ওই যুবক পেশায় টোটো চালক। ৩২ বছর বয়স। তাঁর স্ত্রী ও সন্তানও রয়েছে ঘরে। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক গৃহবধূর সঙ্গে মাঝেমধ্যেই তাঁকে দেখা যেত বলে অভিযোগ। টোটোয় চাপিয়ে অভিযোগকারীকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন তিনি।
কয়েকদিন আগে সন্ধ্যায় জামা কাপড় কিনবেন বলে ওই বধূকে নিয়ে রাজারহাটে যান। সেদিন বাইকে গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, জামা কাপড় কিনবেন বলে বেরোলেও তা করেননি। উল্টে জামালপাড়ায় একটি ঘর ভাড়া নিয়ে ওই গৃহবধূকে তোলেন।
অভিযোগ, সেখানেই ওই বধূকে তিন চারদিন ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণ করেন। শুধু তাই নয়, আপত্তিকর ভিডিয়ো তুলে তা ভাইরাল করে দেওয়ার হুমকিও দেন। একইসঙ্গে ওই গৃহবধূর সঙ্গে থাকা সমস্ত গয়না বিক্রি করে দেওয়ারও অভিযোগ উঠেছে। এরপরই কাশীপুর থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। এলাকায় ওই যুবক আইএসএফ সমর্থক হিসাবে পরিচিত বলে জানা গিয়েছে।