Woman Death In Sonarpur: অসুস্থতা জানার পরও ছুটি না দেওয়ার অভিযোগ, কারখানায় ভিতরে মৃত্যু মহিলার

Satyajit Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 28, 2023 | 11:01 AM

Woman Death In Sonarpur: স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম রুবি কুমারী। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। বিগত চারদিন ধরে অসুস্থ বোধ করছিলেন ওই মহিলা। বমি-কাশি সহ একাধিক শারীরিক সমস্যা দেখাও দিয়েছিল। অভিযোগ, মালিককে বারংবার ছুটির কথা বললেও তাঁকে দেওয়া হয়নি।

Woman Death In Sonarpur: অসুস্থতা জানার পরও ছুটি না দেওয়ার অভিযোগ, কারখানায় ভিতরে মৃত্যু মহিলার
গেঞ্জি কারখানায় মহিলার মৃত্যু
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সোনারপুর: ভিনরাজ্যের এক মহিলা শ্রমিকের মৃত্যু। কারখানার ভিতরেই মৃত্যু হয়েছে তাঁর। অসুস্থ আরও বারোজন। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে সোনারপুরে। ভাঙচুর ও বিক্ষোভ দেখান অন্যান্য শ্রমিকরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা ৷ খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকেও ৷

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম রুবি কুমারী। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। বিগত চারদিন ধরে অসুস্থ বোধ করছিলেন ওই মহিলা। বমি-কাশি সহ একাধিক শারীরিক সমস্যা দেখাও দিয়েছিল। অভিযোগ, মালিককে বারংবার ছুটির কথা বললেও তাঁকে দেওয়া হয়নি। শুধু তাই নয়, ওই মহিলার চিকিৎসাও করানো হয়নি বলে অভিযোগ। অসুস্থ শরীর নিয়েই দীর্ঘদিন কাজ করেছেন। এরপরই আজ সকালে মৃত্যু হয় তাঁর। এ দিকে, ওই মহিলা ছাড়াও সর্দি-কাশির সমস্যায় ভুগছেন আরও বারো জন।

যদিও, অভিযোগ অস্বীকার করেছে কারখানার কর্তৃপক্ষ। কোম্পানির এইচআর বিশ্বরঞ্জন মিশ্রর দাবি, তাঁর কাছে কোনও ছুটি চাওয়া হয়নি। আজই শরীর খারাপের কথা জানতে পেরেছেন তিনি। এই বিষয়ে সুলোচনা কুমারী নামে আরও এক মহিলা শ্রমিক বলেন, “বিগত চার দিন ধরে অসুস্থ ছিল। তাও কাজে আসত। এখানে নার্সরুমে থাকত। দুদিনে কোনও ওষুধ দেয়নি। শুধু শুয়ে রাখত। অসুস্থতা নিয়েই কাজে এসেছিল গতকাল।”

Next Article