woman physically assaulted by nephew : কাকিমাকে ‘ধর্ষণ’, মুখ বন্ধ রাখতে টাকার প্রলোভন, তারপর যা হল…

woman physically assaulted by nephew : রাজ্যের বিভিন্ন জায়গায় পরপর ধর্ষণের ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাসকদলকে আক্রমণ করছে বিরোধীরা। হাঁসখালিতে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

woman physically assaulted by nephew : কাকিমাকে 'ধর্ষণ', মুখ বন্ধ রাখতে টাকার প্রলোভন, তারপর যা হল...
ফের নাবালিকাকে ধর্ষণ। প্রতীকী চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 2:28 PM

ভাঙড় : রাতে খাওয়ার পর বাথরুমে গিয়েছিলেন। সেখান থেকে মুখ চেপে মহিলাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত মহিলার ভাসুরপো। ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের কাশীপুর থানার শোনপুর মেটো আটি এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল তাঁকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

নির্যাতিতার বক্তব্য, বুধবার রাতে খাওয়া-দাওয়ার পর বাথরুমে গিয়েছিলেন তিনি। সেইসময় কেউ তাঁর মুখ চেপে ধরে। তারপর সামনের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। ধর্ষণে অভিযুক্ত অন্য কেউ নয়, তাঁর ভাসুরপো। ঘটনাটি যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য মহিলাকে টাকার প্রলোভন দেখান অভিযুক্ত। মহিলার কথায়, মুখ বন্ধ রাখতে তাঁকে ৫০ হাজার টাকা দিতে চান ভাসুরপো। এমনকী, তাঁর একটি মেয়ের বিয়ের ব্যবস্থাও করে দেওয়ার কথা জানান অভিযুক্ত।

বছর চল্লিশের ওই মহিলা ভাসুরপোর এই প্রলোভনে রাজি হননি। তখন তাঁকে প্রাণে মারার হুমকি দেন বছর চব্বিশের ওই অভিযুক্ত। তাতেও দমে যাননি ওই মহিলা। তিনি বৃহস্পতিবার কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওইদিনই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

রাজ্যে বিভিন্ন জায়গায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। হাঁসখালিতে কিশোরীকে ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যে চারটি ধর্ষণের ঘটনায় কলকাতা হাইকোর্ট তদন্ত কমিটিও গঠন করেছে। এমন পরিস্থিতিতে আরও একটি ধর্ষণের অভিযোগ শাসকদলের অস্বস্তি বাড়াল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।

আরও পড়ুন : South 24 Parganas: দাদার উপর ‘রাগ’, দুই দেওর বৌদির এমন অবস্থা করবেন ভাবতেই পারছেন না পাড়ার লোকেরা