Suri: IC-কে হেনস্থা, গ্রেফতার তৃণমূল নেতা সহ ২০

Suri: উল্লেখ্য, মঙ্গলবার সকালে সিউড়ির মিনিস্টিলে দুজন অস্ত্র হাতে ঢোকার চেষ্টা করেছিল। অস্ত্র-সহ তাদের হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ, গ্রামবাসীরা উল্টে পুলিশের ওপরেই চড়াও হয়। আটক দুই যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন।

Suri: IC-কে হেনস্থা, গ্রেফতার তৃণমূল নেতা সহ ২০
আইসি-র কলার ধরে টানImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 28, 2025 | 9:25 PM

সিউড়ি: বীরভূমের সিউড়ি থানা এলাকার মিনি স্টিল এলাকায় অশান্তির ঘটনায় তৃণমূলের মল্লিকপুর অঞ্চলের যুব সভাপতি বাবু আনসারি সহ ২০ জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের পুলিশ সুপার আমনদীপ সাংবাদিক বৈঠক করেন গ্রেফতারির কথা জানান।

তিনি বলেছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের তালিকায় রয়েছে ১৩ জন মহিলা এবং ৭ জন যুবক। এছাড়া তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বেশকিছু বাইক বাজেয়াপ্ত করা হয়েছএ। ধৃতদের মধ্যে রসুলুদ্দিন আনসারি এবং মাল্লু আনসারির কাছে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া সিউড়ি থানার আইসিকে হেনস্থার ঘটনায় আমির আনসারিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের তালিকায় রয়েছে বাবু আনসারির নামও। তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বাবু আনসারি যুব তৃণমূল কংগ্রেসের মল্লিকপুরের অঞ্চলের নেতা।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে সিউড়ির মিনিস্টিলে দুজন অস্ত্র হাতে ঢোকার চেষ্টা করেছিল। অস্ত্র-সহ তাদের হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযোগ, গ্রামবাসীরা উল্টে পুলিশের ওপরেই চড়াও হয়। আটক দুই যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকেন। চলতে থাকে টানা হেঁচড়া। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যান সিউড়ি থানার আইসি। তাঁরও জামার কলার ধরে টেনে আনার অভিযোগ ওঠে। পাল্টা পুলিশকেই লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা যায় গ্রামের মহিলাদের। এই ঘটনায় চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।