Suvendu Adhikari: ‘স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত সম্মান দিয়েছে মোদী সরকারই’, হঠাৎ সাফাই কেন শুভেন্দুর?

Birbhum: আজ পদযাত্রা থেকে শুভেন্দু বলেন, "নরেন্দ্র মোদী ভারতে স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত প্রকৃত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাঁদের যথার্থ মর্যাদা দিয়েছেন। দীর্ঘদিন ধরে কংগ্রেস সরকার তাঁদের নীতি আদর্শ জনগণের সামনে আনতে চাননি। এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন, রয়েছেন লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলও রয়েছেন।"

Suvendu Adhikari: স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত সম্মান দিয়েছে মোদী সরকারই, হঠাৎ সাফাই কেন শুভেন্দুর?
শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 18, 2025 | 7:36 PM

বীরভূম: বিজেপি এ রাজ্যে পালন করছে ‘একতা যাত্রা’। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম-জয়ন্তীতে একতা যাত্রা পালন বিজেপির। আজ বীরভূমের কীর্ণাহারে পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বিজেপির দেশপ্রেম নিয়ে একের পর এক উদাহরণ দেন তিনি। সম্প্রতি, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা থেকে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী দেশের বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই নিয়ে তৃণমূলের কম তোপের মুখে পড়তে হয়নি বিজেপিকে। এই আবহের মধ্যেই এবার মুখ খুললেন বিরোধী দলনেতা।

আজ পদযাত্রা থেকে শুভেন্দু বলেন, “নরেন্দ্র মোদী ভারতে স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত প্রকৃত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাঁদের যথার্থ মর্যাদা দিয়েছেন। দীর্ঘদিন ধরে কংগ্রেস সরকার তাঁদের নীতি আদর্শ জনগণের সামনে আনতে চাননি। এর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু রয়েছেন, রয়েছেন লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলও রয়েছেন।” তিনি আরও বলেন, “নরেন্দ্র মোদীজী নেতাজীর সমস্ত অপ্রকাশিত ফাইল প্রকাশ করা শুরু করেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার পর। আমাদের দিল্লিতে রাজপথকে কর্তব্য পথ বানিয়ে সেখানে নেতাজীর মূর্তি স্থাপন করেছেন। প্রকৃত সম্মান দিয়েছে। একইভাবে বল্লভভাই প্যাটেলকেও যোগ্য সম্মান দিয়েছেন। গুজরাটে লৌহ মূর্তি তৈরি করেছেন। যেখানে প্রতিবছর জন্ম-জয়ন্তীতে একতা দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করি।”

এখানে উল্লেখ্য, সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রবীন্দ্র-সংগীত গান গাওয়ায় এক কংগ্রেস নেতা বিধুভূষণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহর মামলা করার নির্দেশ দেন। ওই কংগ্রেস নেতা ‘আমার সোনার বাংলা’ গান গেয়েছিলেন। তারপরই এমন বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। এই জল শুকতে না শুকতেই এবার কর্ণাটকের সাংসদ বিশ্বেশ্বর কাগেরি মন্তব্য করে বসেন, ইংরেজদের খুশি করতে নাকি জনগণমন লিখেছেন রবীন্দ্রনাথ। এরপর কয়েকদিন নদী দিয়ে জল গড়াতে না গড়াতেই এবার রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের দালাল’ বলে মন্তব্য করেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিংহ পারমার। একের পর এক বাঙালিকে মনীষীকে এভাবে আক্রমণ ভালভাবে নেন শাসকদল। তারপর আবার সামনে বিধানসভা ভোট। বাঙালি অস্মিতা ইস্যুকে হাতিয়ার করে আরও এক বেশি করে সুর চড়াতে থাকেন তৃণমূলের নেতারা। এই আবহের মধ্যেই এবার মুখ খুললেন শুভেন্দু।