Malda: ‘পায়ে মারতে হবে, ছাব্বিশে রেফারি থাকবে না…’, পুলিশকর্তাকে পাশে বসিয়ে বিরোধীদের হুমকি TMC নেতার

Malda: তবে এখানেই থামেননি সেই ব্লক সভাপতি। তাঁর আরও দাবি, 'ফুটবল ম্যাচে অনেক সময় গোল বাঁচানোর জন্য পায়ে মারতে হয়। তেমন ভাবেই আগামী বিধানসভা ভোটে বিরোধীদের আক্রমণ করতে হবে। সেখানে রেফারি থাকে কিন্তু এখানে কেউ থাকবে না।'

Malda: পায়ে মারতে হবে, ছাব্বিশে রেফারি থাকবে না..., পুলিশকর্তাকে পাশে বসিয়ে বিরোধীদের হুমকি TMC নেতার
তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান

| Edited By: Avra Chattopadhyay

Feb 14, 2025 | 2:01 PM

মালদা: পাশে বসে থানার আইসি। সেই অবস্থাতেই বিরোধীদের হুঙ্কার তৃণমূল নেতার। ঘটনা মালদার হরিশচন্দ্রপুরের ১ নম্বর ব্লকের। গতকাল, সেখানেই আয়োজন হয়েছিল আট দলীয় একটি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান, দুই ব্লক তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন এবং জিয়াউর রহমান, যুব তৃণমূল সভাপতি পূজন দাস, ছাত্র নেতা প্রণব দাস, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। আর সেই অনুষ্ঠান থেকেই বিরোধীদের দিকে হুঙ্কার তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমানের।

কী বললেন তিনি?

তাঁর কথায়, “ফুটবল খেলতে গেলে বিরোধীদের মারলে রেফারি লাল কার্ড দেখায়। মাঠ থেকে বের করে দেয়। কিন্তু বিধানসভা ভোটে রেফারি থাকবে না, লাল কার্ড দেখানোর লোক নেই। তাই তৃণমূল কর্মীরা প্রস্তুতি নাও, খেলা হবে।” পুলিশকর্তাকে পাশে বসিয়ে তৃণমূল নেতার এমন নিদান দেখে ইতিমধ্যে চড়েছে বিতর্ক। তবে কি ছাব্বিশের বিধানসভা ভোটে এক টিমের হয়েই খেলবেন শাসকদলের নেতা ও পুলিশ? প্রশ্ন তুলছেন বিরোধীরা।

তবে এখানেই থামেননি সেই ব্লক সভাপতি। তাঁর আরও দাবি, ‘ফুটবল ম্যাচে অনেক সময় গোল বাঁচানোর জন্য পায়ে মারতে হয়। তেমন ভাবেই আগামী বিধানসভা ভোটে বিরোধীদের আক্রমণ করতে হবে। সেখানে রেফারি থাকে কিন্তু এখানে কেউ থাকবে না।’

তৃণমূল ব্লক সভাপতির এই বিতর্কিত নিদানের পরেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে মাঠে নেমে একবার গোল মারার চেষ্টা করছে তৃণমূল নেতা। গোল বাঁচাচ্ছেন থানার আইসি। সেই ভিডিয়ো দেখে বিরোধী শিবিরের অভিযোগ, ‘এই ভাবেই পুলিশ তৃণমূলকে বাঁচায়, যেভাবে গোল বাঁচাচ্ছে। আর ভোটের সময় তৃণমূলের রেফারিই হল পুলিশ।’