Asansol: মধ্যরাতে বাড়িতে লাগল আগুন, পুড়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

Asansol: শনিবার মধ্যরাতে আবাসনের দোতলায় আগুন ধরে যায়। নীচের তলা থেকে ধোঁয়া বেরতে দেখতে পান আবাসনের নিরাপত্তারক্ষী। সেই আগুন লাগার খবর অন্যান্য বাসিন্দাদের জানায়।

Asansol: মধ্যরাতে বাড়িতে লাগল আগুন, পুড়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের
মৃত্যু তিনজনেরImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 29, 2025 | 2:07 PM

আসানসোল: অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার বৈশালি পার্ক এলাকায়।

শনিবার মধ্যরাতে আবাসনের দোতলায় আগুন ধরে যায়। নীচের তলা থেকে ধোঁয়া বেরতে দেখতে পান আবাসনের নিরাপত্তারক্ষী। সেই আগুন লাগার খবর অন্যান্য বাসিন্দাদের জানায়। আবাসিকরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও সফল হননি। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরই বাড়িতে বসবাসকারি চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। অগ্নিদগ্ধ আরো এক মহিলাকে দুর্গাপুরের একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

জানা গিয়েছে, অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন গৃহকর্তা বাবলু সিং। বাবলুর শ্বশুরমশাই
কেবল চন্দ, শাশুড়ি গায়েত্রী চন্দ। বাবলুর স্ত্রী শিল্পী(চট্টোপাধ্যায়) সিং অগ্নিদগ্ধ অবস্থায় ভর্তি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে। মৃতদের আদি বাড়ি ঝাড়খন্ডের নিরসা। তাঁর একমাত্র ছেলে ভিন রাজ্যে পড়াশুনার জন্য হোস্টেলে থাকে বলে জানা গিয়েছে।
প্রাথমিক অনুমান শর্টসার্কিট কিংবা এসি থেকে আগুন লাগতে পারে।