উত্তর ২৪ পরগনা: বেশ কিছু দিন ধরে এলাকায়া পচা গন্ধ বের হচ্ছিল। কিন্তু এলাকাবাসীরা মনে করেছিলেন ভাগাড় থেকেই গন্ধ আসছে। কারণ এলাকার মধ্যেই ভাগাড়। মঙ্গলবার সেই ভাগাড় পরিস্কার করতে এসেছিলেন পৌরসভার কর্মীরা। তখনই নোংরা বেলচা দিয়ে তুলতে তুলতেই চক্ষু চড়কগাছ। বেলচার ডগায় লাগে হাত। ময়লা সরাতেই বেরিয়ে আসে পচাগলা দেহ। টিটাগড়ে ভাগাড়ের মধ্যে থেকে উদ্ধার হল এক কিশোরের নিখর দেহ। জানা গিয়েছে, নিহত কিশোরের নাম বুলু দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ খড়দহ নালীর মাঠের বাসিন্দা বুলু দাস। তিন দিন আগে টিটাগর থানায় হারিয়ে যাওয়ার অভিযোগও হয়েছিল। সকালে সাফাই কর্মীরা যখন টিটাগড় ভাগাড়ের আবর্জনা সাফাই করাচ্ছিলেন, সেই সময় উদ্ধার হয় ওই কিশোরের দেহ।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। বাড়ির লোক গিয়ে ওই কিশোরের দেহ শনাক্ত করে। এরপর দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ওই কিশোরকে কে খুন করে থাকতে পারে, তা নিয়ে ধন্দে পরিবারও। পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে।