AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দোলে মিশে গেল তৃণমূল-কংগ্রেস-বিজেপি প্রার্থী

কানাইয়ালাল এ দিন বলেন, ‘দোলের উৎসব সম্প্রীতির। নিমন্ত্রণ পেয়েছি, তাই এসেছি। এটাই তো পশ্চিমবঙ্গের রাজনীতি। সকলকে অনুরোধ, কোভিড আবহে বিধি মেনে উৎসব পালন করুন।’

দোলে মিশে গেল তৃণমূল-কংগ্রেস-বিজেপি প্রার্থী
| Updated on: Mar 28, 2021 | 5:04 PM
Share

উত্তর দিনাজপুর: দোলের উৎসবে নির্বাচনী আবহকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতির বার্তা দিলেন রায়গঞ্জের প্রার্থীরা। শাসক শিবির থেকে বিরোধী, বাদ গেলেন না কেউ। রবিবার সকালে, রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়র বসন্ত উৎসবে যোগ দিয়ে দোল খেলায় মাতলেন তৃণমূল-বিজেপি-কংগ্রেস (TMC-BJP-Congress) প্রার্থীরা। একে অপরকে আবির দিয়ে, মিষ্টি খাইয়ে দোলের শুভেচ্ছাও জানালেন তাঁরা।

উৎসবে উপস্থিত রায়গঞ্জের কংগ্রেস (Congress) প্রার্থী মোহিত সেনগুপ্ত বলেন, ‘আমাদের লড়াই রাজনীতির ময়দানে। ব্যক্তিগত জীবনে আমরা প্রত্যেকে প্রত্যেকের ভালমন্দ জানি, বুঝি। তার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।’ প্রায় একই কথা শোনা যায়, বিজেপি (BJP) প্রার্থী কৃষ্ণ কল্যাণীর মুখেও।

উৎসবে, একটু দেরিতে পৌঁছন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। কিছু সময়ে অনুষ্ঠানে থেকে সবার আগে বেরিয়েও যান তিনি। কানাইয়ালাল এ দিন বলেন, ‘দোলের উৎসব সম্প্রীতির। নিমন্ত্রণ পেয়েছি, তাই এসেছি। এটাই তো পশ্চিমবঙ্গের রাজনীতি। সকলকে অনুরোধ, কোভিড আবহে বিধি মেনে উৎসব পালন করুন।’

বঙ্গ ভোট আবহে , রাজনীতির চাপানউতোর পেরিয়ে একত্রে এই দোল উৎসব পালন আসলে ‘সৌজন্যের রাজনীতি’-র কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

আরও পড়ুন: ‘ওহ লাভলি’! দোলের সকালে বিজেপির তিন তারকাপ্রার্থীর সঙ্গে নাচের তালে ‘মদনগোপাল’