Kunal Ghosh on Anubrata Mondal: ‘দল সব নজর রাখছে’, অনুব্রত প্রসঙ্গে কীসের ইঙ্গিত দিলেন কুণাল?

Kunal Ghosh on Anubrata Mondal: আজ শনিবার বক্তব্য রাখতে গিয়ে তিনি এক যোগে আক্রমণ করেন সিপিএম-বিজেপি-কে। তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু তাঁকেও গ্রেফতার করা হয়নি।

Kunal Ghosh on Anubrata Mondal: দল সব নজর রাখছে, অনুব্রত প্রসঙ্গে কীসের ইঙ্গিত দিলেন কুণাল?
কুণাল ঘোষ, তৃণমূল নেতাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 31, 2025 | 7:16 PM

কলকাতা: পুলিশ অফিসারকে কদর্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। দলের কথামতো ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন কেষ্ট। কিন্তু থানায় হাজিরা দেননি। উল্টে পার্টি অফিসে গিয়ে বসে রইলেন। সেই অনুব্রত প্রসঙ্গেই মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, দল নজর রাখছে। সঙ্গে একটু ধৈর্য্য ধরারও আবেদন করলেন তিনি।

কুণাল বলেন, “অনুব্রত মণ্ডল সম্পর্কে দল তার অবস্থান জানিয়েছেন। উনি বোলপুরের ওসিকে যে ভাষায় আক্রমণ করেছে দল নিন্দা করেছে। ওকে ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাকিটা দল দেখছে। আর আইনি বিষয়টা পুলিশ প্রশাসন দেখছেন।” তবে এ দিন এর বেশি কিছু বলতে চাননি তৃণমূল নেতা। তিনি বলেন, “এর থেকে অতিরিক্ত বক্তব্য দলের তরফে নেই। সেটায় কীভাবে অভিযুক্ত সাড়া দেবে পুলিশ দেখবে। আমরা মনে করি উনি যে ভাষায় আক্রমণ করেছেন সেটা বরদাস্ত নয়।”

আজ শনিবার বক্তব্য রাখতে গিয়ে তিনি এক যোগে আক্রমণ করেন সিপিএম-বিজেপি-কে। তাঁর অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। কিন্তু তাঁকেও গ্রেফতার করা হয়নি। কুণাল বলেন, “এর আগে বিরোধী দলনেতা পুলিশ অফিসারদের কী ভাষায় কথা বলেছেন। তাঁদের কী পরিমাণ গালিগালাজ করা হয়েছে। পুলিশ তো তাঁকে গ্রেফতার করেননি। এমনকী, বিজেপি নেতারা শিখ পুলিশ অফিসারকে খালিস্তানি বলা হয়েছে।” আবার বামেদের  বিঁধতে গিয়ে কুণাল ঘোষ বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রসঙ্গও তুলে আনেন।