Saokat Molla: ‘চার পয়সার পার্টি ISF’, ভাঙড়ে ওয়াকফ-উত্তেজনার মাঝে নওশাদকে তোপ শওকতের
Saokat Molla: সোমবারও দফায় দফায় বাংলাজুড়ে ওয়াকফ নিয়ে চড়ল উত্তেজনা। এদিন ভাঙড়ের বাসন্তী হাইওয়ে হয়ে শিয়ালদহের রামলীলা ময়দান অভিযানে নেমেছিলেন ISF কর্মী ও সমর্থকরা।

কলকাতা: চার পয়সার পার্টি ISF। সোমেও যখন ওয়াকফ নিয়ে দফায় দফায় চড়ছে পারদ। সেই আবহে নওশাদ সিদ্দিকীর দিকে তোপ দাগলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন, ‘আইএসএফ-এর মতো চার পয়সার দলকে বাধা দেওয়ার মতো দুরাবস্থা তৃণমূলের এখনও হয়নি। মানুষ ওদের সঙ্গে মিছিলে যেতে চাইছে না। তা-ই ওরা হতাশাগ্রস্থ হয়ে এসব কথা বলছে।’
কোন প্রসঙ্গে ISF-কে বিঁধলেন ঘাসফুল বিধায়ক?
সোমবারও দফায় দফায় বাংলাজুড়ে ওয়াকফ নিয়ে চড়ল উত্তেজনা। এদিন ভাঙড়ের বাসন্তী হাইওয়ে হয়ে শিয়ালদহের রামলীলা ময়দান অভিযানে নেমেছিলেন ISF কর্মী ও সমর্থকরা। মূলত, ওয়াকফ আইনের প্রতিবাদেই ছিল এই মিছিল। ময়দানে পৌঁছনোর পর আয়োজন করা হত একটি প্রতিবাদ সভারও। কিন্তু কলকাতায় ঢোকার মুখে প্রতিবাদীদের আটকে দিল পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, পুলিশি বাধা খেয়েই বাসন্তী হাইওয়েতে সুর চড়ান ওয়াকফ-প্রতিবাদীরা। সেই প্রসঙ্গেই আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী পুলিশের দিকে তোপ দেগে বলেন, ‘উত্তেজনা ছড়াচ্ছে তো পুলিশ। রাজ্য যে ২৬ হাজার চাকরি গিয়েছে, সেই দিক থেকে তো মানুষের মন ঘোরাতে হবে। তাই জন্য আমরা যখন কেন্দ্রের একটা আইনের বিরোধিতা করে ও বাবা অম্বেদকর সাহেবের জন্মজয়ন্তি পালনের জন্য রামলীলা ময়দানের দিকে যাচ্ছিলাম। তখন আমাদের রুখে গোলযোগ তৈরি করার চেষ্টা করছে পুলিশ।‘
পাল্টা তাদের দলকে ‘চার পয়সার পার্টি’ বলে তোপ দেগে শওকত আরও বলেন, ‘নওশাদের তো এখন সবচেয়ে বড় বন্ধু শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়।’





