
রাজ্যের রাজধানী থেকে দূরত্ব অনেকটাই। ইতিহাস-ভূগোলেও অনেক তফাৎ। জীবিকা, কৃষিকাজ থেকে শুরু করে মাটি কিংবা গাছ- সবই উত্তরের একান্ত নিজস্ব। তাই সব রাজনৈতিক দলই উত্তরবঙ্গের দিকে আলাদা করে নজর দিয়ে থাকে। তৃণমূল জমানায়, বিশেষত রাজ্যে বিজেপির উত্থানপর্বের পর লড়াই শুরু হয়েছে- উত্তরের ক্ষমতা কার হাতে থাকবে। কখনও মন্ত্রী দেওয়ার হিড়িক তো কখনও অনন্ত মহারাজকে নিয়ে টানাপোড়েন। এরই মধ্যে বড় দাবি করে বসলেন শুভেন্দু অধিকারী। বিজেপি বিধায়ক শুভেন্দুর ভবিষ্যদ্বাণী ২৬-এ উত্তরের আটটি জেলা মিলিয়ে নাকি মাত্র ২টো আসন পাবে তৃণমূল! ঠিক কী বললেন শুভেন্দু? সোমবার (১৯ মে), ঠিক যেদিন উত্তরবঙ্গ সফরে...