Goutam Deb: রাতের অন্ধকারে ঘিরে ফেলা হল মেয়র গৌতম দেবের বাড়ি, মধ্যরাতে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী

Goutam Deb: গণ্ডগোলটা টিএমসিপি বনাম টিএমসিপি-র। শিলিগুড়ির নাইট কলেজে একটি অনুষ্ঠান ছিল সোমবার সন্ধ্যায়। হঠাৎ মারপিট। সৌরভ নামে টিএমসিপি-র এক নেতার বিরুদ্ধেই হামলার অভিযোগ তোলেন টিএমসিপি-র আর এক অংশের নেতারা।

Goutam Deb: রাতের অন্ধকারে ঘিরে ফেলা হল মেয়র গৌতম দেবের বাড়ি, মধ্যরাতে পৌঁছল বিশাল পুলিশ বাহিনী
গৌতম দেবের বাড়ি ঘেরাওImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 29, 2025 | 9:33 AM

শিলিগুড়ি: চলছিল কলেজের অনুষ্ঠান। সেখান থেকেই গণ্ডগোলের সূত্রপাত। বচসা, হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছল যে মধ্যরাতে খোদ মেয়র গৌতম দেবের বাড়ি ঘিরে ফেলল তৃণমূল ছাত্র পরিষদেরই একাংশ। সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে কোনওক্রমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, গণ্ডগোলটা টিএমসিপি বনাম টিএমসিপি-র। শিলিগুড়ির নাইট কলেজে একটি অনুষ্ঠান ছিল সোমবার সন্ধ্যায়। হঠাৎ মারপিট। সৌরভ নামে টিএমসিপি-র এক নেতার বিরুদ্ধেই হামলার অভিযোগ তোলেন টিএমসিপি-র আর এক অংশের নেতারা। অভিযোগ ওঠে, হামলার পর সৌরভ গিয়ে আশ্রয় নেন গৌতম দেবের বাড়িতে। সেই কারণে রাতেই মেয়রের বাড়ি ঘেরাও করেন টিএমসিপি সমর্থকদেরই একাংশ।

পরে আইসি-র নেতৃত্বে বিশাল বাহিনী মেয়রের বাড়ির সামনে হাজির হয়। কলেজ ছাত্রদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

গৌতম দেব পরে বাড়ি থেকে বেরিয়ে এসে বলেন, “কলেজে অনুষ্ঠান চলছিল। সেখান থেকে নিজেদের মধ্যে কিছু সমস্যা হয়েছে।” কাউন্সিলর মিলি সিনহা বলেন, “ওরা ছোট অনেক। সমস্যা হয়েছিল, মিটিয়ে ফেলা হয়েছে।” কেউ অন্যায় করে থাকলে, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে টিএমসিপি নেতৃত্ব।