AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR in Bengal: আমাদের উচিত রিঙ্কুর দেহ নিয়ে গিয়ে ধর্না দেওয়া: মহুয়া

SIR in Bengal: আমাদের উচিত রিঙ্কুর দেহ নিয়ে গিয়ে ধর্না দেওয়া: মহুয়া

Avra Chattopadhyay

|

Updated on: Nov 22, 2025 | 8:04 PM

Share

Mahua Moitra on BLO Death: নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলার বিএলও রিঙ্কু তরফদারের মৃত্য়ু ঘিরে উঠে গিয়েছে হাজার প্রশ্ন। পেশায় পার্শ্বশিক্ষক রিঙ্কু নিজের 'শেষ চিঠিতে' লিখে গিয়েছেন প্রশাসনিক চাপের কথা। তাঁর 'পরিণতির জন্য কমিশন দায়ী', সেই কথাও স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন তিনি।

নদিয়া: দু’পাতার সুইসাইড নোট। প্রতিটা অক্ষর তুলে ধরছে মানসিক যাতনার কথা। নদিয়ার কৃষ্ণনগরের ষষ্ঠীতলার বিএলও রিঙ্কু তরফদারের মৃত্য়ু ঘিরে উঠে গিয়েছে হাজার প্রশ্ন। পেশায় পার্শ্বশিক্ষক রিঙ্কু নিজের ‘শেষ চিঠিতে’ লিখে গিয়েছেন প্রশাসনিক চাপের কথা। তাঁর ‘পরিণতির জন্য কমিশন দায়ী’, সেই কথাও স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন তিনি।

এরপরেই সরব হয়েছেন নেতা-নেত্রীরা। আর কত মৃত্যু দেখতে হবে বলে প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। এদিন তিনি বলেন, ‘এই ঘটনার জন্য কেবল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী। এর আগের যিনি নির্বাচন কমিশনার ছিলেন, তিনি বিজেপির কথা রাখতে ভয়াবহ গরমে লোকসভা নির্বাচন করিয়েছিলেন। পরে অবশ্য স্বীকারও করেছিলেন, তাঁদের ভুল হয়েছে। শিক্ষা হয়েছে। কিন্তু এটা কী শিক্ষার নজির? আমাদের উচিত রিঙ্কু তরফদারের দেহ নিয়ে গিয়ে কমিশনের সামনে ধর্না দেওয়া।’

Published on: Nov 22, 2025 08:01 PM