Raiganj: গেটের সঙ্গে নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলের হস্টেল সাফ করল চোরের দল

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 13, 2024 | 1:26 PM

Raiganj:বৃহস্পতিবার সকালে গেটে আওয়াজ পেয়ে এলাকাবাসীরা স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর ও স্কুলের প্রধান শিক্ষককে খবর দিলে তাঁরা এসে ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশকেও।

Raiganj: গেটের সঙ্গে নিরাপত্তারক্ষীকে বেঁধে স্কুলের হস্টেল সাফ করল চোরের দল
হস্টেলে চুরি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রায়গঞ্জ: এবার স্কুলের হস্টেলে চুরি। নিরাপত্তরক্ষীদের হাত-পা বেঁধে চুরি করে পালাল দুষ্কৃতীরা। পরে খবর যায় স্কুল শিক্ষকের কাছে। তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন। রায়গঞ্জ শহরের বুকে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের ঘটনা।

জানা গিয়েছে, বুধবার গভীর রাতে একদল দুস্কৃতী ছাত্রাবাসে ঢুকে সেখানে থাকা নিরাপত্তারক্ষীর হাত পা লোহার গেটের সঙ্গে বেঁধে রাখে। এরপর নিজেদের হাত সাফাই সারে। বৃহস্পতিবার সকালে গেটে আওয়াজ পেয়ে এলাকাবাসীরা স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর ও স্কুলের প্রধান শিক্ষককে খবর দিলে তাঁরা এসে ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশকেও।

স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে কিছু বিদ্যুতের সরঞ্জাম খোয়া গিয়েছে। তবে আর কী কী চুরি গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ দিকে, রায়গঞ্জ সহ গোটা রাজ্যে যেভাবে চুরি বা ডাকাতির মত ঘটনা ঘটছে তারপর স্কুলে এই ভয়াবহ ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। স্কুল সূত্রে দাবি, ঘটনার দিন ওই হোস্টেলে পড়ুয়ারা ছিলেন না। তারা থাকলে দুষ্কৃতীরা তাদের উপরেও হামলা চালাতে পারত।

Next Article