ঝলসে গিয়েছে মুখ, ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে বিজেপি কর্মীর দেহ
এ দিন এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। তাঁর মুখ রীতিমতো ঝলসে গিয়েছিল। হাঁটু মোড়া অবস্থায় পাওয়া যায় সেই দেহ
উত্তর দিনাজপুর: ভোট বাংলায় মৃত্যু মিছিল থামছে না। আবারও এক বিজেপি (BJP) কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের চাকুলিয়া এলাকায়। বিগত কয়েক বছরে ঠিক যেভাবে অন্যান্য কর্মীদের হত্যা করে ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই ভাবে এই ক্ষেত্রেও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ওই বিজেপি কর্মীর। এবং যথারীতি অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।
পুলিশ সূত্রে খবর, মৃত বিজেপি কর্মীর নাম অখিল বিশ্বাস। চাকুলিয়ার বিদ্যানন্দপুরের এই বাসিন্দা গত ২৬ মার্চ, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ বাজারে গিয়েছিলেন। কিন্তু, তারপর নিখোঁজ হয়ে যান। তারপরের দিন থেকেই এলাকায় শুরু হয় তল্লাশি। কিন্তু অনেক রাত অবধি অখিল বাড়ি না ফেরায় এলাকায় মাইকিং করা হয়। অবশেষে এ দিন এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। তাঁর মুখ রীতিমতো ঝলসে গিয়েছিল। হাঁটু মোড়া অবস্থায় পাওয়া যায় সেই দেহ।
স্থানীয় সূত্রে খবর, মৃত অখিল বিশ্বাস বিজেপির একজন সক্রিয় কর্মী ছিলেন। উত্তর দিনাজপুরের হেমতাবাদের ২২ নং মণ্ডলের যুব সভাপতি মলয় দাসের (বুম্বা) মেসো শ্বশুরও ছিলেন নিহত অখিল বিশ্বাস। তৃণমূল যদিও বিজেপির যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে।