BSF: কাটা পড়ল বিএসএফ জওয়ানের আঙুল! ভারতের জমিতে ঢুকে ফের তাণ্ডব বাংলাদেশিদের
BSF: ইসলামপুর হাসপাতালে আহত বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা ভর্তি করাতে যান, তবে বিএসএফ-এর তরফ থেকে এখনও কিছু সরকারিভাবে জানানো হয়নি। বিএসএফ কোনও অভিযোগ জানায়নি বলেই পুলিশ সূত্রে খবর।

রায়গঞ্জ: ভারতীয় ভূখণ্ডে ফের বাংলাদেশিদের আক্রমণ! চাষের জমিতে ঢুকে এল অনুপ্রবেশকারী! জিরো পয়েন্টের বাইরে চলে যেতে বলতেই সোজা চড়াও হয় বিএসএফ-এর উপর। এমনকী বিএসএফ জওয়ানের পর ধারাল অস্ত্রে আঘাত করা হয় বলেও অভিযোগ। কাটা পড়ে জওয়ানের আঙুল। বুধবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় উত্তর দিনাজপুরের সীমান্তে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বিএসএফ-এর কিষানগঞ্জ সেক্টরের অধীন উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ব্লকের আমবাড়ি বর্ডার আউটপোস্টের সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। আহত বিএসএফ জওয়ান ও ধৃত বাংলাদেশি নাগরিককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত বিএসএফ জওয়ানকে নিয়ে যাওয়া হয় কিষানগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
ইসলামপুর হাসপাতালে আহত বাংলাদেশিকে বিএসএফ জওয়ানরা ভর্তি করাতে যান, তবে বিএসএফ-এর তরফ থেকে এখনও কিছু সরকারিভাবে জানানো হয়নি। বিএসএফ কোনও অভিযোগ জানায়নি বলেই পুলিশ সূত্রে খবর।
সূত্রের খবর, আক্রমণকারী বাংলাদেশিদের ঠেকাতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে বিএসএফ-এর অন্যান্য জওয়ানরা। বাকিরা পালিয়ে গেলেও একজন বাংলাদেশি নাগরিক ধরা পড়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।





