Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhai Phota 2021: বিশেষ ক্ষমতাসম্পন্ন, পা দিয়ে ভাইফোঁটার জোগাড় সেরে ভাইদের চোখে তিনি সেরার সেরা ‘দিদি’

North Dinajpur: দিদির হাতে ফোঁটা পেয়ে ভাইদের কাছে তাঁদের শোভাদিই যেন 'দিদি নম্বর ওয়ান'।

Bhai Phota 2021: বিশেষ ক্ষমতাসম্পন্ন, পা দিয়ে ভাইফোঁটার জোগাড় সেরে ভাইদের চোখে তিনি সেরার সেরা 'দিদি'
পা দিয়েই ফোঁটা দিদির
Follow Us:
| Edited By: | Updated on: Nov 06, 2021 | 7:54 PM

উত্তর দিনাজপুর: দুই হাত অকেজো, পা দিয়েই সংসারের সব কাজ সারেন। কিন্তু ভাই ফোঁটার দিনে তাঁর কাছে হার মানে সব প্রতিবন্ধকতা। অকেজো বাঁ হাতের একটি আঙুল দিয়েই ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেন রায়গঞ্জের (Raygunj) শোভা। দিদি বিশেষ ক্ষমতাসম্পন্ন হলেও তাই দুঃখ নেই দুই ভাইয়ের। দিদির হাতে ফোঁটা পেয়ে ভাইদের কাছে তাঁদের শোভাদিই যেন ‘দিদি নম্বর ওয়ান’। এই বিশেষ দিনে তাই ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানান তিন ভাই-বোনই।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের রাঙাপুকুর (Rangapukur) গ্রাম। পেশায় স্কুল শিক্ষিকা শোভা মজুমদারের (Sova Majumdar) ছোটবেলাটা আর্থিক অনটনে কেটেছে। দুই হাতের কব্জি থেকে পুরোপুরি অকেজো থাকায় পা দিয়েই লেখাপড়া করেছেন শোভা।

তাবে বড় হয়ে কর্মজীবনের সব কাজে আর পাঁচটা মানুষের সুঃস্থ হাতের চাইতে কোনও অংশে কম যায় না শোভার দু’পা। স্কুলে ছাত্রছাত্রীদের পড়ানোই হোক বা বাড়িতে রান্না, কাপড় কাচা, ঘর মোছা থেকে শুরু করে সাংসারিক কাজ কর্মই হোক, সবই পা দিয়েই সারেন তিনি। এই জীবন নিয়ে বছরের অন্য সময় যেন মানসিক বেদনা ক্ষতবিক্ষত করে তার হৃদয়।

কিন্তু ভাই ফোঁটার দিনে দুভাইয়ের কপালে বাঁ হাতের কণি আঙুলের অংশ দিয়ে ফোটা দিতে পেরে বছর সে সব বেদনা যেন ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বছরের এই একটা দিনের জন্য যেন অপেক্ষায় থাকেন শোভা দিদি ও তার দুই ভাইয়েরা।

শনিবার সকাল থেকেই জেলার প্রান্তিক গ্রামের এই মজুমদার বাড়িতে দিদি আর তার দুই ভাইয়ের ব্যস্ততা ছিল চোখে পড়ার মত। ভোরে উঠে শিশিরের জল সংগ্রহ, শিউলি ফুল কুড়োনো, চন্দন বাটা এমনকি প্রদীপ-ধুপকাঠি জ্বালানোর সব কাজই অবলিলায় চট জলদি সেরে ফেললেন শোভা। এরপর ঘরের মেঝেতে আসন পেতে দুভাইকে বসিয়ে একে একে দুজনের কপালে চন্দন, কাজল দিয়ে ফোঁটা দিলেন দিদি।

কীভাবে সম্ভব হয় এতসব? শোভাদেবীর স্পষ্ট বক্তব্য, শারিরীক অক্ষমতা তার মনের জোড়ের কাছে হার মেনেছে। আর এই দিনে অকেজো হাতের একটি আঙুলের অংশ দিয়েই ভাইদের কপালে ফোঁটা দিতে পেরে অপার আনন্দ যেন তার শক্তিপুঞ্জ। ঈশ্বরের কাছে সে কারনে কৃতজ্ঞতা জানান তিনি। ঠিক একই রকমভাবে তার দুই ভাইও প্রতিবন্ধী দিদির হাত থেকে ফোঁটা নিতে পেরে ঈশ্বরকেই ধন্যবাদ জানান প্রতিবার এই দিনে। তাদের কথায় “দিদি আমাদের সেরা।”

তবে শারিরীক অক্ষমতা যে কোনো বাধাই নয়, আর ভাইদের মঙ্গলের জন্য এরকমই কত যে শোভা-রা সব কষ্ট উপেক্ষা করে জীবনযুদ্ধে বিজয়ী হয়েছে যা সমাজে দৃষ্টান্ত, তা তো বলাই বাহুল্য।

আরও পড়ুন: Tanker Blast: ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ৯১, হাসপাতালে ভর্তি শতাধিক