Panchayat Elections 2023: টিকিট না পেয়ে আমরণ অনশনে বসলেন বিজেপি নেত্রী

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 16, 2023 | 4:40 PM

Panchayat Elections 2023: শুক্রবার সকাল থেকেই অনশন বিক্ষোভ শুরু করেন বিজেপি-র জেলা সভাপতি বীণা ঝাঁ। তাঁর অভিযোগ, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছে প্রাক্তন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বিদায়ী সহকারি সভাপতি মানস ঘোষ ও তাঁর স্ত্রী।

Panchayat Elections 2023: টিকিট না পেয়ে আমরণ অনশনে বসলেন বিজেপি নেত্রী
অনশনরত বিজেপি নেত্রী

Follow Us

রায়গঞ্জ: বিজেপি-র আদি নেত্রী । জেলার সহ-সভাপতি। কিন্তু তাঁকেই কি না টিকিট দিল না? এই অভিযোগ তুলে জেলা বিজেপি-র কার্যালয়ের সামনে শুয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি-র জেলা সভাপতি বীণা ঝাঁ। তাঁর অভিযোগ, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি-তে (BJP-TMC) যোগদান করেছেন তাঁরা টিকিট পেয়েছেন অথচ বাদ পড়েছেন তিনি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা।

শুক্রবার সকাল থেকেই অনশন বিক্ষোভ শুরু করেন বীণা ঝাঁ। তাঁর অভিযোগ, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছে প্রাক্তন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বিদায়ী সহকারি সভাপতি মানস ঘোষ ও তাঁর স্ত্রী। তাঁদেরকে টিকিট দিয়েছে দল। অথচ বীণা দেবীকে প্রার্থী বানানো হয়নি।

বীণা ঝাঁ বলেন, “আমি জেলা সভাপতির কাছে বিচার চাইতে এখানে শুয়ে আছি। জেলা পরিষদের যখন টিকিট পেলাম না তখন উনি আমায় বলেছিলেন অন্য জায়গায় মনোনয়ন দাখিল করুন। কালকে জানতে পারি মানস ঘোষের স্ত্রীকে প্রার্থী করা হয়। এই মানস ঘোষের জন্য গত পঞ্চায়েত নির্বাচন রক্তক্ষয়ী হয়েছিল। বোমা গুলি অন্ধকার হয়ে গিয়েছিল। কেন ওনার স্ত্রীকে প্রার্থী করল?” জেলা সভাপতি বাসুদেব সরকার বলেছেন যে, দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা মিটে গিয়েছে। উনি অনশন তুলে নিয়েছেন।

Next Article