North Dinajpur: মাছ নয়! হাঁটুজলের নদী হাতড়ালেই উঠে আসছে গোছা গোছা বুলেট, এল কোথা থেকে!

Rupak Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 01, 2025 | 12:25 PM

North Dinajpur: এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে দোলঞ্চা নদী। সেখানে মাছ নয়, কার্তুজ খোঁজায় ব্যস্ত এলাকাবাসী। ইসলামপুরের খবরগা এলাকার বাসিন্দারা সোমবার রাত থেকেই নদীতে বন্দুকের গুলি অর্থাৎ কার্তুজ খুঁজে বেড়াচ্ছেন।

North Dinajpur: মাছ নয়! হাঁটুজলের নদী হাতড়ালেই উঠে আসছে গোছা গোছা বুলেট, এল কোথা থেকে!
এভাবেই বুলেট খুঁজছে গ্রামবাসী
Image Credit source: TV9 Bangla

Follow Us

রায়গঞ্জ: বিকেলে ক্রিকেট খেলতে গিয়েছিল এলাকার ছেলেরা। খেলার পর নদীতে স্নান করতে নামে তারা। পায়ে একটা শক্ত জিনিস ঠেকছিল তাদের। বুঝে উঠতে না পেরে, হাত নিয়ে সেটা দেখে তারা। আশপাশের কিছু লোকজনকেও দেখায়। সবাই দেখে বুঝতে পারেন, এটা বুলেট ছাড়া আর কিছু নয়। এরপরই শুরু হয় নদীতে খোঁজ। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকার ঘটনা।

এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছে দোলঞ্চা নদী। সেখানে মাছ নয়, কার্তুজ খোঁজায় ব্যস্ত এলাকাবাসী। ইসলামপুরের খবরগা এলাকার বাসিন্দারা সোমবার রাত থেকেই নদীতে বন্দুকের গুলি অর্থাৎ কার্তুজ খুঁজে বেড়াচ্ছেন। উদ্ধারও হয়েছে অন্তত ৫০টির বেশি কার্তুজ। ইসলামপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার সকালে সেখানে পৌঁছেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা গিয়েছে।

মঙ্গলবার সকাল হতেই কার্তুজ খোঁজা শুরু করেন স্থানীয় বাসিন্দারা। নদীতে হাঁটু সমান জল রয়েছে। হাত দিলেই তলা থেকে বেরিয়ে আসছে কার্তুজ। সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার এক বাসিন্দা বলেন, “কোথা থেকে কার্তুজ এল বুঝতে পারছি না। আমাদের এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে বাংলাদেশ বর্ডার। তবে এই বুলেট কারা ফেলেছে, তা বোঝা যাচ্ছে না।” পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।