Child Missing Case: নিখোঁজ নাবালককে খুন করে পুঁতে দেওয়া হয়নি তো! নাবালকের খোঁজ না মেলায় আশঙ্কায় বিধায়কও

Child Missing Case: এখনও পর্যন্ত নাবালকের খোঁজ মেলেনি। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেনশাহকে। শাহেশাহকে জিজ্ঞাসাবাদ করেই নাবালকের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা।

Child Missing Case: নিখোঁজ নাবালককে খুন করে পুঁতে দেওয়া হয়নি তো! নাবালকের খোঁজ না মেলায় আশঙ্কায় বিধায়কও
নিখোঁজ নাবালকের বাড়িতে বিধায়কImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 08, 2025 | 7:56 PM

উত্তর দিনাজপুর: নিখোঁজ নাবালককে খুন করে পুঁতে দেওয়া হয়নি তো!  আশঙ্কা প্রকাশ করলেন চোপড়ার বিধায়ক তথা উত্তর দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হামিদুল রহমান। বিধায়ক রবিবার দুপুরে নিখোঁজ নাবালাকের পরিবারের সঙ্গে দেখা করে দলের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এখনও পর্যন্ত পুলিশ কেন নাবালককে উদ্ধার করতে পারছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হামিদুল রহমান আশঙ্কাপ্রকাশ করে বলেন, “সম্ভবত তাকে খুন করে কোথায় পুঁতে রাখা হয়েছে। দু-একদিনের মধ্যে সেই রহস্য উদঘাটন হবে। যদি বেঁচে থাকত না, কোনও না কোনওভাবে উদ্ধার করা যেতই। কিন্তু কোনও সাড়াশব্দ নেই। ধরেই নিচ্ছি যে মেরে দিয়েছে।”

এখনও পর্যন্ত নাবালকের খোঁজ মেলেনি। মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত কারখানার মালিক শাহেনশাহকে। শাহেশাহকে জিজ্ঞাসাবাদ করেই নাবালকের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত সে নাবালককে কোথায় রেখেছিল, ওই নাবালক যদি পালিয়ে যায় তাহলে কোন দিকে গেল এবং সেটি কে দেখেছে এই সব বিষয়েই এদিন শাহেনশাহকে প্রশ্ন করা হয় বলে খবর। সাংবাদিকদের সামনেও শাহেনশাহ বলতে থাকেন, ওই নাবালক নাকি মোবাইল চুরি করেছিল। কিন্তু এখনও ওই নাবালক কোথায়, সে প্রশ্নে তিনি নিরুত্তরই থেকেছেন।

নিখোঁজ নাবালকের বয়স, গায়ের রং, উচ্চতা দিয়ে বিভিন্ন এলাকায় পোস্টারও সাঁটানো হয়েছে। উল্লেখ্য, মোবাইল চুরির অপবাদে এক নাবালককে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুতের শক! সন্তোষপুরের একটি কারখানার এই ভিডিয়ো ভাইরাল হতেই উত্তেজনা। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা) সন্তোষপুরের উত্তেজনার আঁচ এবার ইসলামপুরেও। কারণ নিগৃহীত নাবালক আদতে ইসলামপুরের বাসিন্দা। দিনে দিনে ভেঙে পড়ছেন নাবালকের বাবা-মা।