Fraud Case: হঠাৎ কোন পরিযায়ী শ্রমিকদের জীবনযাত্রায় বদল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা

Fraud Case: চোপড়ার প্রত্যন্ত গ্রাম নারায়ণপুরের প্রায় প্রত্যেক বাড়িতেই ব্রডব্যান্ড কানেকশন রয়েছে। বাড়িতেই ল্যাপটপ, কম্পিউটার নিয়ে রীতিমতো অফিস সাজিয়ে বসা হত। গ্রামের বাড়িতে ঠিক এরকম কটা অফিস রয়েছে, তা খুঁজতে চাইছেন গোয়েন্দারা।

Fraud Case: হঠাৎ কোন পরিযায়ী শ্রমিকদের জীবনযাত্রায় বদল? উত্তর খুঁজছেন গোয়েন্দারা
গ্রামেই ভয়ঙ্কর ঘটনাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 27, 2023 | 3:45 PM

চোপড়া: ভিন রাজ্য থেকে ফিরেই ‘ওয়ার্ক ফর্ম হোমের’ চাকরি। বাড়িতেই কম্পিউটার সেটআপ, ল্যাপটপ, সঙ্গে ব্রড ব্যান্ড কানেকশন। রাতারাতি জীবনযাত্রায় বদল। প্রতারণার ‘হাব’ চোপড়ার প্রত্যন্ত গ্রাম নারায়ণপুরের অধিকাংশ যুবকদের মধ্যে গত কয়েক মাসে ব্যাপক বদল এসেছিল। চোপড়ায় তল্লাশি চালিয়ে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে এই ব্যাঙ্কিং প্রতারণা চক্র সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য।

AEPS জালিয়াতি কাণ্ডে চোপড়ায় নজর কলকাতা পুলিশও। আধার প্রতারণায় গোপনে আরও পাঠশালা চলছে কিনা, সেদিকেই নজর গোয়েন্দাদের। পুলিশ কর্তাদের একাংশের আশঙ্কা, বাড়তি টাকার লোভে প্রতারণার পাঠ পড়ে আরও অনেকেই কার্যত ‘Work From Home’-এ লুঠের কারবার চালাচ্ছেন।

চোপড়ার প্রত্যন্ত গ্রাম নারায়ণপুরের প্রায় প্রত্যেক বাড়িতেই ব্রডব্যান্ড কানেকশন রয়েছে। বাড়িতেই ল্যাপটপ, কম্পিউটার নিয়ে রীতিমতো অফিস সাজিয়ে বসা হত। গ্রামের বাড়িতে ঠিক এরকম কটা অফিস রয়েছে, তা খুঁজতে চাইছেন গোয়েন্দারা। নজর রাখা হচ্ছে গ্রামে কাদের জীবন যাত্রার মান পরিবর্তন হল সেদিকেও।

মুক্তিচিপা, নারায়ণপুর গ্রামের বাসিন্দারাও কার্যত হতবাক হয়ে গিয়েছেন। জেলার গোয়েন্দা বিভাগের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়ার পাশাপাশি সতর্ক নজর রাখতে বলা হয়েছে। গ্রামে গ্রামে কারা হাইস্পিড ইন্টারনেট ব্যবহার করছেন এবং কেন ব্যবহার করছেন, সে সব নিয়ে পুলিশকে আরও বেশি সতর্ক রাখার পরামর্শ দিয়েছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। মূলত ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতে যাওয়া অল্প শিক্ষিত কোন যুবকদের জীবনযাত্রায় আচমকাই বদল,সেটাই খুঁজছেন তদন্তকারীরা।