TMC: রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, সকালে নদী থেকে উদ্ধার তৃণমূল কর্মীর নগ্ন রক্তাক্ত দেহ

TMC: মৃতের ভাইপো অরিজিৎ দেবনাথ বলেন, "রাত একটার দিকে কাকিমা আমায় ফোন করেন। বলেন, কাকু বাড়ি ফেরেননি। আজ সকালে নদীর ধারে কাকুকে মৃত অবস্থায় দেখতে পাই। ছুরি দিয়ে কোপানো হয়েছে। খুন করা হয়েছে। কেন খুন করা হয়েছে জানি না। তবে দোষীর সাজা চাই।"

TMC: রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, সকালে নদী থেকে উদ্ধার তৃণমূল কর্মীর নগ্ন রক্তাক্ত দেহ
তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 03, 2025 | 1:12 PM

ইটাহার: তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইটাহার থানার জয়হাট গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙি এলাকা। মৃতের নাম সুব্রত দেবনাথ ওরফে বাপন। বাড়ি থেকে অদূরে শ্রীমতী নদী থেকে তাঁর নগ্ন দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগ তুলেছে পরিবারের লোকজন।

সুব্রত দেবনাথ গৃহশিক্ষকতা করতেন এবং একটি বিমা কোম্পানির এজেন্ট ছিলেন। এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার রাতে খাওয়ার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু সারারাত বাড়ি ফেরেননি। এদিন সকালে তাঁর ক্ষতবিক্ষত নগ্ন মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। শ্রীমতি নদীতে কাদার মধ্যে তাঁর দেহ পড়ে ছিল। তাঁকে কেউ বা কারা খুন করেছে বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের ভাইপো অরিজিৎ দেবনাথ বলেন, “রাত একটার দিকে কাকিমা আমায় ফোন করেন। বলেন, কাকু বাড়ি ফেরেননি। আজ সকালে নদীতে কাকুকে মৃত অবস্থায় দেখতে পাই। ছুরি দিয়ে কোপানো হয়েছে। খুন করা হয়েছে। কেন খুন করা হয়েছে জানি না। তবে দোষীর সাজা চাই।”

জয়হাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রফিকউদ্দিন শেখ বলেন, “রাত সাড়ে আটটার দিকে খাওয়া-দাওয়ার পর বাড়ি থেকে বেরিয়েছিলেন সুব্রত দেবনাথ। পাশেই একটি কালভার্টের কাছে গিয়েছিলেন। প্রতিদিন সেখানে হাওয়া খেতে যেতেন। সারারাত বাড়ি ফেরেননি। এদিন সকালে প্রতিবেশীরা দেখতে পান, কালভার্ট থেকে ৩০ মিটার দূরে শ্রীমতি নদীতে উলঙ্গ অবস্থায় পড়ে রয়েছেন সুব্রত। দোষীরা যাতে কঠোর শাস্তি পায়, তার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।”