Padma Shri Award: মহিলাদের ঢাক বাজানো শিখিয়ে স্বনির্ভর করেছেন, বিখ্যাত ঢাকি গোকুলচন্দ্র পেলেন পদ্মশ্রী সম্মান

Dipankar Das | Edited By: সঞ্জয় পাইকার

Jan 25, 2025 | 9:22 PM

Padma Shri Award: এদিন পদ্মশ্রী প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণার পর টিভি৯ বাংলাকে গোকুলচন্দ্র দাস বলেন, "ঢাক নিয়ে এতবড় সম্মান। এ যেন স্বপ্নের বাইরে। আমি আপ্লুত। অন্য অনেক ইনস্ট্রুমেন্টে সম্মান দেওয়া হয়েছে। সরকারকে ধন্যবাদ ঢাক নিয়ে ভাবার জন্য।"

Padma Shri Award: মহিলাদের ঢাক বাজানো শিখিয়ে স্বনির্ভর করেছেন, বিখ্যাত ঢাকি গোকুলচন্দ্র পেলেন পদ্মশ্রী সম্মান
ঢাকি গোকুলচন্দ্র দাস

Follow Us

কলকাতা: তাঁর ঢাকে মজে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। শুধু নিজে ঢাক বাজান না, বাংলার মহিলারাও যাতে এই পেশায় এগিয়ে আসেন, সেই উদ্যোগ নিয়েছেন। এবার পদ্মশ্রী সম্মান পেলেন উত্তর ২৪ পরগনার বিখ্যাত ঢাকি গোকুলচন্দ্র দাস। শনিবার কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে তাঁর নাম। পদ্মশ্রী সম্মান পেয়ে উচ্ছ্বসিত গোকুলচন্দ্র দাস। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানালেন তিনি।

এদিন পদ্মশ্রী প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণার পর টিভি৯ বাংলাকে গোকুলচন্দ্র দাস বলেন, “ঢাক নিয়ে এতবড় সম্মান। এ যেন স্বপ্নের বাইরে। আমি আপ্লুত। অন্য অনেক ইনস্ট্রুমেন্টে সম্মান দেওয়া হয়েছে। সরকারকে ধন্যবাদ ঢাক নিয়ে ভাবার জন্য।”

তাঁর পথচলা শুরু কীভাবে? বছর সাতান্নর গোকুলচন্দ্র দাস বলেন, “আমার বাবা মোতিলাল দাস ছিলেন দুই বাংলার বিখ্যাত ঢাকি। মানুষ তাঁকে মোতি ঢাকি বলতেন। আমার যখন ৪-৫ বছর বয়স, তখন থেকেই বাবার সঙ্গে ঢাক বাজাতে শুরু করি। বিভিন্ন জায়গায় যাই।”

এই খবরটিও পড়ুন

বিদেশের বিভিন্ন জায়গায় পণ্ডিত রবিশঙ্কর ও উস্তাদ জাকির হুসেনের সঙ্গে অনুষ্ঠানে ঢাক বাজিয়েছেন তিনি। বিখ্যাত তবলা বাদক তন্ময় বসুর গানের দল তালতন্ত্রের সঙ্গে যুক্ত গোকুলচন্দ্র দাস। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে অনেকবার গিয়েছি।”

বাংলার মেয়েদের ঢাক বাজাতে উৎসাহিত করার ক্ষেত্রে বড় অবদান রয়েছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের গোকুলচন্দ্র দাসের। মাত্র ৫-৬ জন মেয়েকে প্রথম ঢাক বাজানো শেখাতে শুরু করেন। বছর ১৫ আগে সেই যাত্রা শুরু হয়। দেড়শোর বেশি মহিলাকে ঢাক বাজানো শিখিয়ে স্বনির্ভর করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন মহিলারা ঢাক বাজিয়ে স্বনির্ভর হয়েছে বলে তিনি জানান।

নিজের পরবর্তী লক্ষ্যও স্থির করে ফেলেছেন বিখ্যাত এই ঢাকি। গোকুলচন্দ্র দাস বললেন, “ঢাকি অ্যাকাডেমি করতে চাই। বাংলার দুঃস্থ ছেলেমেয়েদের বিনামূল্যে ঢাক বাজানো শেখাতে চাই।”

গোকুলচন্দ্র দাসকে অভিনন্দন জানালেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মহিলাদের ক্ষমতায়নে অবদানের জন্য গোকুলচন্দ্রকে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানালেন তিনি।

 

Next Article