Municipal Elections 2022: দেখে মনে হয় কর্পোরেট চাকুরে, আদতে যা বেরোলেন…
West Bengal Municipal Election: কালিয়াগঞ্জ ৪ নং ওয়ার্ডের ৫৪ ও ৫৫ নং বুথ। সেখানেই ভুয়ো ভোটার আসেন ভোট দিতে।
কালিয়াগঞ্জ: ভোট দিতে এসেছিলেন। কিন্তু প্রিসাইডিং অফিসার ভোটার কার্ড চাইতেই উঠে এল আসল ঘটনা। ভুয়ো ভোটার এসেছিলেন বুথ কেন্দ্রে এসেছিলেন ভোট দিতে। তবে হাতে-নাতে ধরা পড়তেই গণধোলাই দেওয়া হল তাকে।
কালিয়াগঞ্জ ৪ নং ওয়ার্ডের ৫৪ ও ৫৫ নং বুথ। সেখানেই ভুয়ো ভোটার আসেন ভোট দিতে। প্রিসাইডিং অফিসার ভোটার তালিকা দেখে নাম ধরে ডাকেন। কিন্তু তালিকায় থাকা ছবির সঙ্গে যিনি ভোট দিতে এসেছেন তাঁর মুখের মিল নেই দেখেই ধরা পড়ে যায় সমস্ত কিছু। এরপর ওই ভোটারের কাছ থেকে তার ওয়ার্ড জানতে চাওয়া হয়। কিন্তু থতমত খেয়ে কিছুই বলতে পারেন না ওই ব্যক্তি। এমনকী নিজে কোথায় থাকেন তাও বলতে পারেননা তিনি। এরপর পুলিশের সামনেই তাকে গণধোলাই দেওয়া হয়।
আরও পড়ুন: Municipal Elections 2022: ভাল আছ কাকু? ছেলের কেন্দ্রে ভোট দিতে এসে ‘অসুস্থ’ মুকুলকে প্রশ্ন খুদের
Latest Videos