Municipal Elections 2022: ভাল আছ কাকু? ছেলের কেন্দ্রে ভোট দিতে এসে ‘অসুস্থ’ মুকুলকে প্রশ্ন খুদের

West Bengal Municipal Election: তারপর ওই শিশুর দিকে ফিরে তিনিও জিজ্ঞাসা করলেন, তুমি ভাল আছো তো?

Municipal Elections 2022: ভাল আছ কাকু? ছেলের কেন্দ্রে ভোট দিতে এসে 'অসুস্থ' মুকুলকে প্রশ্ন খুদের
মুকুল রায় (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 27, 2022 | 3:21 PM

কাঁচরাপাড়া: অশক্ত শরীর। ঠোঁটে প্রাঞ্জল হাসি। পরনে সাদা পোশাক। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রবিবার ভোট দিলেন বিধায়ক মুকুল রায়। কাঁচরাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচরাপাড়া মিউনিসিপ্যাল পলিটেকনিক হাইস্কুলে এদিন ভোট দিতে যান মুকুল রায়। এই ৬ নম্বর ওয়ার্ডেই তৃণমূলের প্রার্থী হয়েছেন ছেলে শুভ্রাংশু রায়। শুভ্রাংশুর কেন্দ্রে ১৪২ নম্বর বুথে ভোট দেন মুকুল রায়।

এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বাসভবন যুগল-রেখা থেকে ভোট দিতে বেরন একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়। শারীরিক অসুস্থতাকে সরিয়ে এদিন গণতন্ত্রের উৎসবে সামিল হন তিনি। পাড়ায় ভোট দিতে বেরনোর সময় প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিয়ম করেন মুকুল। পাড়ার এক খুদে জিজ্ঞাসা করে, ভাল আছ কাকু? ওই খুদের দিকে ফিরে একগাল হেসে মুকুলবাবু ঘাড় নেড়ে বোঝালেন, “ভাল” আছেন। তারপর ওই শিশুর দিকে ফিরে তিনিও জিজ্ঞাসা করলেন, তুমি ভাল আছো তো?

প্রসঙ্গত, এদিন মুকুলের চলাফেরা দেখেই কার্যত বোঝা যাচ্ছিল বেশ তিনি অসুস্থ। ভোট দিয়ে বেরিয়ে অন্যান্যবার সাংবাদিকদের মুখোমুখি হলেও এদিন তিনি কোনও মুখ খোলেননি। এর আগে একাধিক অসলগ্ন মন্তব্য করে শাসকদলকে অস্বস্তিতে ফেলেছেন মুকুল। যদিও, তিনি এখনও বিজেপির বিধায়ক বলে দাবি করেন। পিএসি মামলায় মুকুলের আইনজীবীর দাবি, তিনি এখনও বিজেপিতেই রয়েছেন। উল্লেখ্য, গত বছর জুনে আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তাঁকে দেখা যায়। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে উত্তরীয় পরেন মুকুল।

একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়কে ভোটের নানা গুরু দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে। অত্যন্ত ক্ষুরধার বুদ্ধিতে ভোট পরিচালনা করেছেন তিনি। গত লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মুকুল রায়। একুশের ভোটে প্রথমবার দাঁড়িয়ে বিধায়কও হন তিনি। পরবর্তীতে বিজেপি ‘ত্যাগ’ করে পুরানো দল তৃণমূলের সঙ্গে সখ্য তৈরি হয় তাঁর। সম্প্রতি তাঁর স্ত্রী প্রয়াত হয়েছেন। এরপর থেকেই অসুস্থ হয়ে পড়েন মুকুল।

আরও পড়ুন: Municipal Elections 2022: মুখে নয়, হাতে ধরা বন্দুকই বলছে কথা! জয়নগরে ভোটার তাড়াতে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের

আরও পড়ুন: Municipal Elections 2022: ‘এইরকম ভোট দেখিনি…মেরে ফেলার হুমকি দিচ্ছে’ দেখুন ভয়ে-আতঙ্কে কীভাবে কাঁদছেন নির্দল প্রার্থীর স্বামী