ইসলামপুর: প্রায় ২ বছর ধরে ঠিকমতো স্কুলে আসছেন না, দিচ্ছেন না মিড ডে মিল, স্কুলে যখন এলেন তখন মুখে মদের গন্ধ। অভিযোগ, একেবারে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তাতেই বেজায় চটেছেন অভিভাবকেরা। স্কুলের গেটে তালা ঝুলিয়ে চলল বিক্ষোভ। ঘটনায় ব্যাপক উত্তেজনা উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের একটি প্রাথমিক স্কুলে। স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষকের এই আচরণে লাটে উঠেছে স্কুলের পঠনপাঠন। না হচ্ছে ঠিকমতো ক্লাস, না মিলছে মিড ডে মিলের খাবার।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকরা এর আগে ইসলামপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ও বিডিও অফিসে অভিযোগও জানিয়েছেন। কিন্তু, তারপরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। তারপরই বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভের রাস্তায় হেঁটেছেন বলে জানাচ্ছেন। বিক্ষোভে সামিল হতে দেখা যায় স্কুলের পড়ুয়াদেরও। অন্যদিকে প্রধান শিক্ষক যে মদ্যপ অবস্থায় থাকেন, স্কুলে আসাও অনিয়মিত, তা স্বীকার করে নিয়েছেন স্কুলের সহ-শিক্ষকেরাও। এমমকী প্রধান শিক্ষকের কারণে স্কুলে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা মানছেন তাঁরাও।
এদিকে বিক্ষোভের খবর পেয়ে এদিন স্কুলে ছুটে আসেন ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। আসেন ইসলামপুর দক্ষিণ চক্রের এসআই বেলাল হোসেন। তাঁদের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত স্কুলে ঝোলা তালা খুলে ফেলা হয়। শান্ত করার চেষ্টা করেন উত্তেজিত জনতাকে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও মিলেছে প্রশাসনের কর্তাদের তরফে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ (ডিপিএসসি)-কেও ঘটনার কথা জানানো হয়েছে বলে জানিয়েছেন এসআই। উঠেছে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করারও দাবি।