
উত্তর দিনাজপুর: সকালে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন অনেকে। তাঁদেরই একজনের নজরে বিষয়টি আসে। প্রাথমিক স্কুলের প্রাঙ্গণে উপুড় হয়ে পড়ে রয়েছে একটা দেহ। সাত সকালে প্রাথমিক স্কুল থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্টেশনরোড প্রাথমিক বিদ্যালয়ে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাক্তি এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন হয়তো। স্কুলের পেছনে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। স্কুল ঘরের পেছনে পাতা ও অবর্জনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় বয়স্ক ওই ব্যক্তি পড়ে ছিলেন।
দেহ উদ্ধারকে ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ওই ব্যাক্তিকে খুন করে কেউ পাতা আবর্জনা দিয়ে ঢেকে রেখেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ। এমন একজন ব্যক্তি যিনি কেবল ভিক্ষাবৃত্তি করেন, তাঁকে কেন কেউ খুন করবেন, প্রশ্ন উঠছে সেই বিষয়টা নিয়ে। পুলিশ খতিয়ে দেখছে, আদৌ ওই ব্যক্তি কোনও গ্যাঙের হয়ে কাজ করত না তো, পুরনো কোনও শত্রুতা না থাকলে কেন খুন, সেই বিষয়টা ভাবাচ্ছে পুলিশকে।
পুলিশ ওই ব্যক্তির আসল পরিচয় জানা চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ।