Kartik Maharaj: যে দল হিন্দুদের কথা বলবে আমি তাকেই ভোট দিতে বলব: কার্তিক মহারাজ

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 30, 2025 | 4:52 PM

Kartik Maharaj:কার্তিক মহারাজ বলেন, "শিক্ষা,স্বাস্থ্য,শিল্প সব জেলে। এবার ধর্মের উপর আক্রমণ এসেছে। তাই বাংলার মানুষ চিন্তাভাবনা করবেন। ফিরহাদ হাকিম, হুমায়ুন কবীর এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা নানা ধরনের বক্তব্য রাখছেন, তারপর থেকেই আমি সন্ন্যাসী হিসেবে রাস্তায় নেমেছি, প্রতিবাদ করছি।"

Kartik Maharaj:  যে দল হিন্দুদের কথা বলবে আমি তাকেই ভোট দিতে বলব: কার্তিক মহারাজ
কার্তিক মহারাজ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রায়গঞ্জ: বাংলায় বদলের ডাক দিচ্ছেন কার্তিক মহারাজ। তাঁর বক্তব্য, রাজ্যের শিক্ষা দফতর-খাদ্য দফতর জেলে। সেই রাজ্যে পরিবর্তন প্রয়োজন। যে দল দেশের কথা বলবে, হিন্দু ধর্মের কথা বলবে তাঁদের সমর্থন করব। এমনই বক্তব্য ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজের।

আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই উঠে-পড়ে লেগেছে রাজ্যের সব রাজনৈতিক দল। শাসকদল তৃণমূল যখন জনমুখী প্রকল্পকে হাতিয়ার করে পালে হাওয়া টানতে মরিয়া, সেই সময় বিজেপি সওয়াল করছে হিন্দু ভোট নিয়ে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দুদের আহ্বান করছেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য, সেই সময় আবার দিলীপকে বলতে শোনা যাচ্ছে, “মুসলিমদের পিছনে দৌড়নোর দরকার নেই।” অর্থাৎ ধর্মের উপর জোর দিয়েই ভোট বৈতরণী পেরতে চাইছে পদ্মশিবির। এমত অবস্থায় ভারত সেবাশ্রমের সন্ন্যাসীও বললেন, “যে দল হিন্দুদের কথা বলবে আমি সেই দলকেই ভোট দিতে বলব।”

কার্তিক মহারাজ বলেন, “শিক্ষা,স্বাস্থ্য,শিল্প সব জেলে। এবার ধর্মের উপর আক্রমণ এসেছে। তাই বাংলার মানুষ চিন্তাভাবনা করবেন। ফিরহাদ হাকিম, হুমায়ুন কবীর এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা নানা ধরনের বক্তব্য রাখছেন, তারপর থেকেই আমি সন্ন্যাসী হিসেবে রাস্তায় নেমেছি, প্রতিবাদ করছি। রাজনৈতিক দল তাদের মত কাজ করবে। আমি আমার মত কাজ করব।” তাঁর এও বক্তব্য, হিন্দু ধর্মের উপর আঘাত নেমে আসছে। তিনি বলেন, “যে দল ভারতের সংস্কৃতির কথা বলবে, যে দল হিন্দুদের কথা বলবে আমি সেই দলকেই ভোট দিতে বলব।” ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, “আমি বলব আপনি সাধুর পোশাক পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরুন।”

Next Article