Maheshtala case: ‘শুধু বলে দিন ছেলেটা বেঁচে আছে না মরে গেছে…’, পুলিশের পায়ে ধরে বুকফাটা কান্না মায়ের

Maheshtala case: চিন্তায় রাত-দিন এক হয়ে গিয়েছে গোটা পরিবারের।নিখোঁজ নাবালকের পরিবার বলছে, ছেলে মৃত না জীবিত সেই খবর দিক পুলিশ। শুক্রবার এই দাবিতে 'উই ওয়ান্ট জাস্টিস লেখা' ব্যানার নিয়ে নিখোঁজ ছেলের সন্ধান পেতে বের হয় নাবালকের পরিবার। সঙ্গে ছিলেন গ্রামবাসীও।

Maheshtala case: শুধু বলে দিন ছেলেটা বেঁচে আছে না মরে গেছে..., পুলিশের পায়ে ধরে বুকফাটা কান্না মায়ের
নিখোঁজ নাবালকের মায়ের কান্নাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 13, 2025 | 8:08 PM

ইসলামপুর: একটা গোটা সপ্তাহ কেটেছে, কী তার বেশিই হবে। এখনও খোঁজ মেলেনি ইসলামপুরে নিখোঁজ নাবালকের। চিন্তায় রাত-দিন এক হয়ে গিয়েছে গোটা পরিবারের।নিখোঁজ নাবালকের পরিবার বলছে, ছেলে মৃত না জীবিত সেই খবর দিক পুলিশ। শুক্রবার এই দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস লেখা’ ব্যানার নিয়ে নিখোঁজ ছেলের সন্ধান পেতে বের হয় নাবালকের পরিবার। সঙ্গে ছিলেন গ্রামবাসীও।

আজ ইসলামপুর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু হয়। নিখোঁজ নাবালকের মা কার্যত পুলিশের পায়ের ধরে ছেলের সন্ধান চান। পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়েন। নাবালকের মা থানার সামনে অসুস্থও হয়ে পড়েন। স্থানীয় বাসন্দারা অসুস্থ মাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। নাবালকের মা বলেন, “আমার ছেলেকে লাগবে। ওর মৃত্যু হয়েছে নাকি বেঁচে আছে এটা অন্তত বলুক। আমায় পুলিশ কোনও খবর দিচ্ছে না। একটু খবর দিন। এটা তো বলুক ও মরে গেছে নাকি বেঁচে আছে।”

উল্লেখ্য, ইসলামপুরের বাসিন্দা এক নাবালক কাজের জন্য কলকাতার মহেশতলায় একটি কারখানায় কাজে গিয়েছিল। সেখানে তাকে মোবাইল চুরির অভিযোগ নিশৃংসভাবে অত্যাচার চালানো হয়। সামাজিক মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতে রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়। ঘটনায় মূল অভিযুক্ত শাহেনশাহ সহ কয়েকজনকে গ্রেফতার করতে পারলেও এখনও নাবালককে উদ্ধার করতে পারেনি।