NDIN: চাকরি গিয়েছে স্কুলের ৯ শিক্ষকের, পরীক্ষা আপাতত স্থগিত

Rupak Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 07, 2025 | 5:59 PM

NDIN: স্কুলের প্রধান শিক্ষক কৌশর আহমেদ জানিয়েছেন, এখন গোটা স্কুল চলছে মাত্র ৭ জন শিক্ষককে নিয়ে, যাঁর মধ্যে তিনিও রয়েছেন। এই পরিসরে এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে সামলানো এবং পরীক্ষা পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাই পরীক্ষাকে সাত দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

NDIN: চাকরি গিয়েছে স্কুলের ৯ শিক্ষকের, পরীক্ষা আপাতত স্থগিত
পরীক্ষা স্থগিত স্কুলে
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর দিনাজপুুর: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে স্কুলের ৯ জন শিক্ষকের। শিক্ষকের অভাবে পরীক্ষাই হয়ে গেল স্থগিত। উত্তর দিনাজপুরের   গোয়ালপোখর ১ ব্লকের গোয়াগাঁ হাই স্কুলের ঘটনা। চরম অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী।

স্কুলের প্রধান শিক্ষক কৌশর আহমেদ জানিয়েছেন, এখন গোটা স্কুল চলছে মাত্র ৭ জন শিক্ষককে নিয়ে, যাঁর মধ্যে তিনিও রয়েছেন। এই পরিসরে এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে সামলানো এবং পরীক্ষা পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাই পরীক্ষাকে সাত দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

তিনি আরও জানান, “আমরা এখন সরকারের দিকে তাকিয়ে আছি। হয়তো রিভিউ পিটিশনের মাধ্যমে ওই শিক্ষকরা ফিরে আসতে পারেন, কিংবা মুখ্যমন্ত্রী যদি কোনো বিকল্প ব্যবস্থা নেন। আপাতত আমরা দিশেহারা।”

অন্যদিকে পরীক্ষা স্থগিত হওয়ায় মন খারাপ পড়ুয়াদেরও। দশম শ্রেণির ছাত্রী গুড্ডি খাতুন বলেন, “আমরা প্রস্তুতি নিয়েছিলাম, এখন পরীক্ষা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক সমস্যায় পড়েছি।”

ঘটনায় অভিভাবকরাও উদ্বিগ্ন। স্থানীয় অভিভাবক মহম্মদ আবু তাহের বলেন, “আমরা শুনেছি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। চাইছি, স্কুলে যেন শিগগিরই পড়াশোনার পরিবেশ ফিরে আসে।”

বর্তমানে গোয়াগাঁ হাই স্কুল কার্যত শিক্ষক সংকটে জর্জরিত। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষকরাও। এখন দেখার, কবে নাগাদ সমস্যার সমাধান হয় এবং স্বাভাবিক ছন্দে ফেরে স্কুলের পড়াশোনা।