
উত্তর দিনাজপুর: ইসলামপুরেও শাসক বিরোধী মিলে গেল রাম নবমীতে। তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে গেরুয়া উত্তরীয় পরিয়ে দিলেন বিজেপি সাংসদ কার্তিক পাল। রাম নবমীতে কানাইয়াকে প্রণাম করলেন কার্তিক।
ইসলামপুরে রাম নবমীর মিছিল চলাকালীন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তৃনমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তখন শোভাযাত্রা চলাকালীন বিজেপি সাংসদ কার্তিক পাল কানাইয়াকে প্রণাম করেন।
কানাইয়ালাল বলেন, “এটাই রাম বাংলার উৎসবের ঐতিহ্য। ছোটর বড়দের প্রণাম করে আর বড়রা আশীর্বাদ দেয়, সেটাই হয়েছে। এটা নিতান্তই ব্যাক্তিগত।”
পাশাপাশি সাংসদ কার্তিক পালের দাবি, “আগে সবাই আমরা মানুষ, তারপর পদের হিসেব।”
রামনবমীতে বাংলার একাধিক জায়গায় ধরা পড়েছে সম্প্রীতির ছবি। দেখা গিয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রামনবমীতে অংশগ্রহণকারীদের মিষ্টি-লাড্ডু বিতরণ করছেন, জল খাওয়াচ্ছেন। মালদহ, মুর্শিদাবাদ, ভাঙড়ের বেশ কিছু জায়গায় ধরা পড়েছে এই ছবি। আর এই বিষয়টিও প্রশংসা করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তিনি বলেন, “এটাই তো চাই। সবাই ভালভাবে সেলিব্রেশন করুন।” বিশেষ করে ভাঙড়ের কথা বলেন সিপি।