উত্তর দিনাজপুর: নিখোঁজ ছিল শিশুটি। গ্রাম, পাশের গ্রাম সর্বত্র খোঁজ চালাচ্ছিলেন পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশীরা। বাড়ির পাশেই একটি নির্মীয়মাণ ভবন থেকে তৃতীয় শ্রেণির ওই ছাত্রকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। সারা শরীরে আঘাতের চিহ্ন, গলায় গামছার ফাঁস লাগানোর গাঢ় দাগ। কিন্তু শ্বাস তখনও চলছিল শিশুটির। ভয়ঙ্কর ঘটনা উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কশবামমহেশো এলাকায়। শনিবার রাতে রায়গঞ্জ থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে পরিবার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, তৃতীয় শ্রেণীর ওই পড়ুয়া শুক্রবার বিকালে বাড়ির পাশেই নির্মীয়মাণ ওই ভবনের দিকে খেলতে গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও বাড়ি না আসায় পরিবারের তরফ থেকে খোঁজ শুরু করা হয়।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের নির্মীয়মাণ ভবন লাগোয়া ঝোপঝাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে ছিল ওই শিশু। দেহে একাধিক আঘাতের ছোপ দাগ। গলায় কষে বাঁধার দাগ দেখে দড়ি বা গামছা জাতীয় কিছু দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করছে পরিবার। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশু রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, শিশুটির শরীরে একাধিক জায়গায় মারধরের দাগ স্পষ্ট। গলায় ফাঁসের দাগও স্পষ্ট। ঘটনায় দিলীপ রায় নামে কর্ণজোড়ায় রায়পাড়ার বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে শনিবার রাতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা কিশোরের পরিবার। অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতারও করেছে। তবে কী কারণে এই ঘটনা তা স্পষ্ট নয় পরিবারের সদস্যদের কাছে।
ঘটনার তদন্তে নেমে হতবাক পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্ত নিজেই দায় স্বীকার করে নিয়েছে। কিন্তু কেন শিশুটির ওপর অত্যাচার করল, তা স্পষ্ট করে বলছে না সে। ধন্দে পুলিশের তদন্তকারী আধিকারিকরা। অভিযুক্তকে রবিবার রায়গঞ্জ আদালতে পেশ করবে পুলিশ।