North Dinajpur: বাংলাদেশের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসত লাগাতর ফোন! মধ্যরাতের ঘটনায় শিহরিত ব্যবসায়ী

North Dinajpur: অভিযোগ, সিকান্দার আলি নামে ওই মাছ ব্যবসায়ীর বক্তব্য, বাংলাদেশের ফোন নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হচ্ছিল কিছুদিন থেকে। এমনকি তাকে চিঠিও পাঠিয়ে টাকা না দিলে তাঁর বাড়িতে বোমা মারার হবে বলে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

North Dinajpur: বাংলাদেশের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসত লাগাতর ফোন! মধ্যরাতের ঘটনায় শিহরিত ব্যবসায়ী
ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির অভিযোগImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 03, 2025 | 3:51 PM

উত্তর দিনাজপুর:  বাংলাদেশের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসে ফোন! মোটা টাকা চাওয়া হয়। সেই টাকা না মেলায় মাছ ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে বোমা মারার অভিযোগ। ঘটনায় তীব্র চাঞ্চল্য উত্তর দিনাজপুরের করনদিঘির মোতিগঞ্জ এলাকায়।

অভিযোগ, সিকান্দার আলি নামে ওই মাছ ব্যবসায়ীর বক্তব্য, বাংলাদেশের ফোন নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হচ্ছিল কিছুদিন থেকে। এমনকি তাকে চিঠিও পাঠিয়ে টাকা না দিলে তাঁর বাড়িতে বোমা মারার হবে বলে হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এদিকে শনিবার গভীর রাতে তাঁর বাড়িতে দুষ্কৃতীরা বোমা মারে বলে অভিযোগ। যা বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে বলে জানা গিয়েছে।

এদিকে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ব্যবসায়ীর পরিবার-সহ প্রতিবেশীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে এই ঘটনা বা এর পেছনে আসল কী রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।