North Dinajpur Gun Shot: ‘অপরাধ’ গাড়িতে হর্ন বাজিয়েছিল, যুবককে গুলি মারার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে

North Dinajpur Gun Shot: আহতের পরিবার সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম তৈবুর রহমান (২২)। তিনি বিহারের বাইসি থানার ডাকরা সংলগ্ন বাংড়া গ্রামের বাসিন্দা। আহতের পরিবারের জানিয়েছে, বুধবার রাত্রিবেলা গাড়িতে চড়ে মোমো খেতে গিয়েছিলেন তৈবুর।

North Dinajpur Gun Shot: অপরাধ গাড়িতে হর্ন বাজিয়েছিল, যুবককে গুলি মারার অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে
রায়গঞ্জে চলল গুলিImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 31, 2023 | 1:48 PM

রায়গঞ্জ: উত্তর দিনাজপুরে চলল গুলি। গাড়ির হর্ন বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা। গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল ভাইস চেয়ারম্যানের হাজি ফিরোজ আহমেদের ছেলে ও ভাগ্নার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানার ফরসরা এলাকায়। গুলিবিদ্ধ হয়েছেন এক যুবক। যিনি রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের পরিবার সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম তৈবুর রহমান (২২)। তিনি বিহারের বাইসি থানার ডাকরা সংলগ্ন বাংড়া গ্রামের বাসিন্দা। আহতের পরিবারের জানিয়েছে, বুধবার রাত্রিবেলা গাড়িতে চড়ে মোমো খেতে গিয়েছিলেন তৈবুর। সেই সময় গাড়ির হর্ন বাজানোয় অভিযুক্তরা প্রতিবাদ করলে দু’পক্ষের বচসা শুরু হয়। এরপর ভাইসচেয়ারম্যানের ছেলেরা যুবকরা তৈবুর ও তাঁর বন্ধুদের উপর গুলি চালায় বলে অভিযোগ।

ঘটনায় ডালখোলা পৌরসভার ভাইস চেয়ারম্যান হাজি ফিরোজ আহমেদের ভাগ্না ও ছেলের বিরুদ্ধে অভিযোগ তোলেন তাঁরা। ঘটনায় একটি গুলি গাড়িতে লাগে এবং আর একটি গুলি তৈবুরের হাতে লাগে। ডালখোলায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার। তদন্তে নেমেছে পুলিশ। যদিও অভিযুক্তদের পক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “কয়েকদিন আগে শাসকনেতা তাঁর জন্মদিনে বৌকে মেসিন গান উপহার দিয়েছেন। এরা গুলি চালাবে না তো কে চালাবে? আমড়া গাছে আমই হবে? তাই তৃণমূলের ঘরে যদি মাদার টেরিজা জন্ম নেয় সেটা হবে অস্বাভাবিক। সমস্ত জায়গায় একই ঘটনা ঘটছে।” আহত যুবক বলেন, “মোমো খেতে যাচ্ছিলাম। সেই সময় গাড়ির হর্ন বাজানোয় চেয়ারম্যানের ভাগ্না গুলি চালিয়েছে।”