
রায়গঞ্জ: যাচ্ছিলেন রাস্তা দিয়ে। তবে একটা লাল ট্রলিকে দেখে এমন হাড়হিম অভিজ্ঞতার সাক্ষী থাকতে হবে তা ভাবতেও পারেননি। রাজ্যে আবারও ট্রলি ব্যাগে মৃতদেহ উদ্ধার। এর আগে কলকাতায় ট্রলি ব্যাগ থেকে প্রৌঢ়ার দেহ উদ্ধার হয়েছিল। পিসপিস করে কেটে রাখা হয়েছিল মৃতদেহ। আর এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনাখোদা এলাকার বাইপাশের পাশে ভুট্টা খেত থেকে উদ্ধার দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার সকালে এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ভুট্টা ক্ষেতে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন। তা দেখেই কার্যত সন্দেহ হয় তাঁর। তারপর আশেপাশের লোকজনকে ডেকে আনেন। লোকজন আসার পর টলি ব্যাগ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে ট্রলি ব্যাগটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,ইসলামপুরের সোনাখদা এলাকায় বাইপাশের পাশে একটি ভুট্টা খেত থেকে একটি টলি ব্যাগে মৃত দেহ উদ্ধার হয়েছে। তবে মৃতের নাম পরিচয় কিছুই এখনো জানা যায়নি। পুলিশের অনুমান মৃতের বয়স আনুমানিক ৪৫ বছর। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অমিত পাল বলেন, “আমি বাজার যাচ্ছিলাম। সেই সময় এত বড় একটা লাল রঙের ট্রলি দেখলাম। একটু সন্দেহ হয়েছিল। এরপর চলে যাই সেখান থেকে। বাজার থেকে মাছ কিনি। তারপর বাড়ি ফিরি। শুনতে পাই যে বডি পাওয়া গেছে। এই প্রথম এমন ঘটনা দেখলাম।”