Raiganj: তীব্র দাবদাহে মুখ্যমন্ত্রীর সভায় ডিউটি করছিলেন, আচমকাই অসুস্থ হলেন পুলিশ কর্মী

Rupak Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 07, 2024 | 12:06 PM

Raiganj: দ্রুত তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আহত পুলিশ আধিকারিক বলেন, "প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা রোদের মধ্যে ডিউটি করছিলাম।

Raiganj: তীব্র দাবদাহে মুখ্যমন্ত্রীর সভায় ডিউটি করছিলেন, আচমকাই অসুস্থ হলেন পুলিশ কর্মী
অসুস্থ পুলিশ আধিকারিক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রায়গঞ্জ: শনিবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের দুই দিনাজপুরে জনসভা করেছেন। সেখানেই ডিউটি করছিলেন এক পুলিশ আধিকারিক। প্রচন্ড গরমে কর্তব্যরত অবস্থায় গুরুতর অসুস্থ হলেন পুলিশ আধিকারিক। নাম নিমা রিনচেন লালা।

জানা গিয়েছে, তিনি আলিপুরদুয়ারের সাইবার ক্রাইম থানার আইসি পদে রয়েছেন। জানা গিয়েছে, সভা চলাকালীন অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। গুরুতর জখম হন। তাঁর মুখে আঘাত লাগে। জিভ কেটে যায় বলে জানা গিয়েছে।

দ্রুত তাঁকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আহত পুলিশ আধিকারিক বলেন, “প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা রোদের মধ্যে ডিউটি করছিলাম। হঠাৎ করেই মাথা ঘুরে যায়। আর তারপরই আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর বুঝতে পারি হাসপাতালে ভর্তি আমি। চিকিৎসা চলছে। অজ্ঞান হয়ে যাওয়ার জন্যই মুখ কেটে গিয়েছে।”

Next Article