উত্তর দিনাজপুর: কুড়িয়ে পাওয়া একটি বস্তু নিয়ে খেলতে গিয়েই বিস্ফোরণে হাত উড়ল এক নাবালকের। গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল চিকিৎসাধীন ওই নাবালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের শিয়ালতোর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর তেরোর ওই নাবালকের নাম আখতার আলি । স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে বুধবার বাড়ির বাইরে খেলতে গিয়ে একটি বল জাতীয় কিছু কুড়িয়ে পায় আখ্তার। বাড়িতে নিয়ে আসে সেই বস্তুটিকে। ঘরে বসে ওই বস্তুটি নাড়াচাড়া করতেই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের ফলে আখ্তারের বাম হাত এবং মুখে গুরুতর চোট পায়। বিস্ফোরণের শব্দে আখতারের মা ইউসুফা খাতুন গিয়ে দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে। তাকে তড়িঘড়ি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আনা নিয়ে আসা হয়। আহত আখ্তারের মা ইউসুফা খাতুন বলেন, “প্রতিদিনের মতো আজও বাইরে খেলতে গিয়েছিল আখ্তার, রাস্তায় কুড়িয়ে একটা বস্তু নিয়ে বাড়িতে এসেছিল। তারপর হঠাৎ বিস্ফোরণ।”
গুরুতর আহত আখ্তারকে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও পুলিশে কোনও অভিযোগ জানানো হয়নি। কিন্তু কী কারণে এই বিস্ফোর
বোমা বিস্ফোরণে শৈশব আক্রান্তের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে গত কয়েক মাসে একাধিকবার হয়েছে। গত মাসেই বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয় বীরভূমের চার শিশু। ওই মাসেই মুর্শিদাবাদে বোমা ফেটে আহত হয় মা ও শিশু। উঠোন পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছিলেন তারা। রাজ্য জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ প্রশাসন। তার মধ্যেও এই ধরনের ঘটনা ঘটেই চলছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে এইভাবে বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসনও।