Krishna Kalyani: ‘যারা আমার সাদা জামায় কালি লাগাতে গিয়েছে…’, আয়কর হানা শেষ হতেই স্বমেজাজে কৃষ্ণ

Rupak Ghosh | Edited By: Soumya Saha

May 04, 2023 | 8:05 PM

Krishna Kalyani: সুদর্শনপুরে কল্যাণী গ্রুপের কর্পোরেট অফিস থেকে সুপার মার্কেট চত্ত্বরে বিধায়কের কার্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পদযাত্রা করেন তিনি। এরপর বিধায়ক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েও বেশ চনমনে কৃষ্ণ কল্যাণী।

Krishna Kalyani: যারা আমার সাদা জামায় কালি লাগাতে গিয়েছে..., আয়কর হানা শেষ হতেই স্বমেজাজে কৃষ্ণ
কৃষ্ণ কল্যাণী

Follow Us

রায়গঞ্জ: বুধবার সাতসকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (MLA Krishna Kalyani) বাড়িতে পৌঁছে গিয়েছিলেন আয়কর দফতরের (Income Tax Department) আধিকারিকরা। দেড় দিন ধরে চলে অভিযান। আর এই গোটা সময় ধরে কার্যত ঘরবন্দি হয়ে ছিলেন বিধায়কমশাই। তবে আয়কর দফতরের অফিসাররা এদিন বিধায়কের বাড়ি ছাড়তেই আবার পুরনো মেজাজে কৃষ্ণ কল্যাণী। সুদর্শনপুরে কল্যানী গ্রুপের কর্পোরেট অফিস থেকে সুপার মার্কেট চত্ত্বরে বিধায়কের কার্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ পদযাত্রা করেন তিনি। এরপর বিধায়ক কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েও বেশ চনমনে কৃষ্ণ কল্যাণী। বিরোধীদের কটাক্ষ করে বললেন, ‘যারা সুর চড়াতে গিয়েছে, যারা আমার সাদা জামায় কালি লাগাতে গিয়েছে, তাদের মুখে কালি লেগে গিয়েছে।’

বিধায়কের দাবি, তিনি কোনও হেনস্থার শিকার হননি। আর আয়কর দফতরের বিরুদ্ধেও তাঁর কোনও অভিযোগ নেই বলে জানালেন তিনি। বললেন, ‘আয়কর দফতর থেকে কোনও ষড়যন্ত্র হবে না। তাঁরা বৈধ নথি নিয়ে গিয়েছেন। তাতে আমার বা আমার কোম্পানির কোনও অসুবিধা হবে না। আয়কর দফতরের বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। যারা প্রতিহিংসার রাজনীতি করে, তাদের বিরুদ্ধে আমার অভিযোগ।

প্রসঙ্গত, কৃষ্ণ কল্যাণী একজন বিধায়ক হওয়ার পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও। কৃষ্ণ কল্যাণীর ধারণা, বিধায়ক নয়, বরং ব্যবসায়ী কৃষ্ণ কল্যাণীর বাড়িতেই হানা দিয়েছিল আয়কর দফতর। বললেন, ‘বিধায়ক হওয়ার পাশাপাশি আমি একজন ব্যবসায়ী। আয়কর দফতর যে তল্লাশি চালাতে এসেছে, তা একজন বিধায়কের বাড়িতে নয়, একজন ব্যবসায়ীর বাড়িতে এসেছিল। আমি কয়েকটি কোম্পানির ডিরেক্টর পদে রয়েছি। তারা তাদের কাজ করেছে, আমারও যা উত্তর দেওয়ার তা আমি জানিয়েছি।’ বিধায়ক আরও বলেন, কোনও কালো সম্পদ বা কালো টাকা তাঁর বাড়ি থেকে পাওয়া যায়নি।

বিধায়কের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাঁরা কর্মরত, তাঁদের প্রতিও বার্তা দেন কৃষ্ণ কল্যাণী। বললেন, ‘আমার কর্মচারীরা জানেন, কৃষ্ণ কল্যাণীর মেরুদণ্ড সোজা। কৃষ্ণ কল্যাণী কোনওদিন কোনও দুর্নীতির কাজ করে না। সেই আস্থা-বিশ্বাস তাঁদের আছে। আজ রায়গঞ্জবাসীর মধ্যেও সেই আস্থা ও বিশ্বাস দেখলাম।’

Next Article